মহানগর ডেস্ক: আজ রাজস্থানে আস্থা ভোট। এই ভোট থেকেই নির্ধারিত হবে চম্পাই সোরেনের ভাগ্য। এই ফ্লোর টেস্টের জন্য আজ ভোট দিতে উপস্থিত হয়েছেন গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার তিনি তাঁর গ্রেফতারি নিয়ে ফের একবার বিস্ফোরক দাবি করেছেন। বলেছেন তাঁর গ্রেফতারির সঙ্গে রাজ্যের রাজ্যপাল জড়িত রয়েছেন। এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে ঝড় উঠেছে।
চম্পাই সোরেনের নেতৃত্বাধীন রাজ্য সরকারের জন্য একটি আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য পিএমএলএ আদালতের অনুমতি দেওয়ার পরে ঝাড়খণ্ডের বিধানসভায় বক্তৃতায়, হেমন্ত সোরেন তাঁর গ্রেফতারিকে “ভারতের গণতন্ত্রের অন্ধকার অধ্যায়” বলে অভিহিত করেছেন। আগের দিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন হেমন্ত সোরেনকে ক্লিন চিট দিয়েছিলেন। এখানেই শেষ নয় আজ বিধানসভায় হেমন্ত সোরেন তাঁর বক্তৃতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চ্যালেঞ্জ করে বলেছেন, জমি কেলেঙ্কারির সঙ্গে তাঁর সংযোগ প্রমাণ করতে।
তবে শুধু হেমন্ত সোরেন নয়, রাঁচিতে রাজ্য বিধানসভায় ফ্লোর টেস্ট শুরু হওয়ার আগে এই গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছেন। আস্থা ভোটের আগে, চম্পাই সোরেন হেমন্তের পাশে দাঁড়িয়ে বলেছেন, “কেন্দ্রীয় সংস্থাগুলিকে যেভাবে ব্যবহার করা হয়েছিল তা ঘৃণ্য। হেমন্তকে একটি জমি কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছিল। যে অপরাধ তিনি কখনও করেননি। তিনি জমির মালিক নন।” তবে যাই হোক ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া। কোনও ভাবেই বিজেপির হাতে ক্ষমতা না যায় সেই দিকেই বিশেষ নজর দিয়েছেন।