Home National “রামমন্দির যুগান্তকারী”, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

“রামমন্দির যুগান্তকারী”, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

by Mahanagar Desk
20 views

মহানগর ডেস্ক; রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রামমন্দিরে রামলালার মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’কে ভারতের ‘নিজস্ব সভ্যতার খোঁজে যুগান্তকারী পদক্ষেপ’ বলে আখ্যা দিলেন। রাষ্ট্রপতির বক্তৃতাতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এ বার উঠে এল রামমন্দিরের কথা।

রাষ্ট্রপতি আজ জাতির উদ্দেশে তাঁর বক্তৃতায় বলেন, ‘‘আমরা সবাই অযোধ্যায় প্রভু শ্রীরামের জন্মস্থানে নির্মিত বিরাট মন্দিরে স্থাপিত মূর্তির প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক সমারোহ দেখেছি। ভবিষ্যতে এর বিরাট প্রভাব দেখা যাবে। তখন ইতিহাসবিদেরা ভারতের নিজস্ব সভ্যতার খোঁজে নিরন্তর যুগান্তকারী আয়োজন হিসেবে একে উল্লেখ করবেন।’’

মোদী সরকার দু’দিন আগেই মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে। একে দেখা হচ্ছে বিরোধী শিবিরের জাতগণনার দাবির মুখে পাল্টা চাল হিসেবে। কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আজ রাষ্ট্রপতি বলেছেন, ‘‘সামাজিক ন্যায়ের জন্য নিরন্তর যুদ্ধরত কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ পালন হয়েছে। অনগ্রসর শ্রেণির সবথেকে মহান আন্দোলনকারী ছিলেন কর্পূরী ঠাকুর।’’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved