HomeNationalখনিতে পাথরের ধস, চাপা পড়ে মৃত বাংলার ৩ শ্রমিক সহ ৪

খনিতে পাথরের ধস, চাপা পড়ে মৃত বাংলার ৩ শ্রমিক সহ ৪

- Advertisement -

huমহানগর ডেস্ক: পেটের টানে জীবনের ঝুঁকি নিয়ে কত মানুষ কত কাজ করেন। কোনো কাজই সহজ নয় তবে খনির মধ্যে থেকে কাজে থাকে প্রতি মুহূর্তে ঝুঁকি। সেখানেই ঘটল দুর্ঘটনা। বুধবার ছত্তিশগড়ের একটি লৌহ আকরিক খনিতে পাথরের একটি অংশ ধসে অন্তত ৪ শ্রমিক নিহত এবং দু’জন আহত হয়েছেন।

 জানা গিয়েছে খনিটি ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার কিরান্দুল এলাকায় অবস্থিত। অতিরিক্ত পুলিশ সুপার, আর কে বর্মন বলেছেন যে দুজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনকে পশ্চিমবঙ্গের বিট্টা বালা ও নির্মল বালা এবং তুষার বালা নামে চিহ্নিত করা হয়েছে। চতুর্থ জনকে সন্তোষ কুমার দাস নামে পাওয়া গিয়েছে তবে তাঁর খোঁজ চলছে। ওই ব্যক্তি ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে বলেই জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে দুটি জেসিবি মেশিন দুর্ঘটনাস্থল থেকে পাথর সরানোর জন্য কাজ করছে। দুর্ঘটনার দান্তেওয়াড়া জেলা কালেক্টর মায়াঙ্ক চতুর্বেদী বলেছেন একটি মামলা নথিভুক্ত করা হয়েছে, এবং তদন্ত শুরু করা হয়েছে। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল টা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে।

Most Popular