Home National লোকসভার নির্বাচনী লড়াইতে সানিয়া মির্জা?

লোকসভার নির্বাচনী লড়াইতে সানিয়া মির্জা?

আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে কংগ্রেস।

by Pallabi Sanyal
43 views

মহানগর ডেস্ক : নির্বাচন এলেই প্রার্থী তালিকায় অবিনবত্ব নিয়ে আসার জন্য তারকা প্রর্থীতেই ভরসা করে রাজনৈতিক দলগুলো। এবার নাকি সানিয়া মির্জাও লড়তে চলেছেন লোকসভা নির্বাচন। এমনটাই খর সূত্র মারফত জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে কংগ্রেস। সেক্ষেত্রে জল্পনা সত্যি হলে এটা হবে কংগ্রেসের বড় চমক।প্রসঙ্গত, সদ্যতেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং দমন ও দিউ- এই চার রাজ্যের প্রার্থীদের নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) ১৮ জনের নাম অনুমোদন করেছে। সেখানে সানিয়ার নামও রয়েছে বলেই দাবি করা হচ্ছে।

সানিয়া মির্জা টেনিসের দুনিয়ার যেমন একজন অন্যতম সেরা প্লেয়ার ছিলেন, তিনি অতিপরিচিত মুখ। সেই জনপ্রিয়তাকেই এবার অস্ত্র করতে চলেছে কংগ্রেস।কংগ্রেস সর্বশেষ ১৯৮০ সালে হায়দরাবাদে জিতেছিল এবং কে এস নারায়ণ সাংসদ হয়েছিলেন।সূত্রের খবর, মির্জার নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন।আজহারউদ্দিন সম্প্রতি অনুষ্ঠিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে তিনি জুবিলি হিলস আসন থেকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) মাগন্তি গোপীনাথের কাছে ১৬,০০০ ভোটে হেরে গিয়েছিলেন।

উল্লেখ্য, ৫৪৩টি সংসদীয় আসনের নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে, যা ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন শেষ হবে। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট ৭ মে, চতুর্থ দফার ভোট ১৩ মে, পঞ্চম দফার ভোট ২০ মে, ষষ্ঠ দফার ভোট ২৫ মে এবং শেষ ও সপ্তম দফার ভোট হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। তেলেঙ্গানায় ভোট হবে ১৩ মে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved