মহানগর ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে মঙ্গলবার বিকেলেই নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই জমা দিল। সোমবার দেশের শীর্ষ আদালত এসবিআইকে নির্বাচনী বন্ডের তথ্য মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। আদালতে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ আরও কিছু সময় চাইলে শীর্ষ আদালত তা নামঞ্জুর করে দিয়ে মঙ্গলবারের মধ্যেই এই সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে বলে। সেই মতো তড়িঘড়ি মঙ্গলবার সমস্ত তথ্য ভারতের নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিল এসবিআই। সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকেও নির্দেশে দিয়েছে, আগামী ১৫ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
আশা করা যাচ্ছে আগামী ১৫ মার্চ ভারতের নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করলে বোঝা যাবে কোন কোন রাজনৈতিক দলকে কোন কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান টাকা দিয়েছে এবং কত টাকা দিয়েছে। লোকসভা নির্বাচনের মুখে এই তথ্য বিজেপি, তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলোকে সমস্যায় ফেলবে। কেননা এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে ইলেক্টোরাল বন্ডের টাকা সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি, তারপর তৃণমূল।