Home National আরটিআইয়ের পরেও তথ্য দিতে অস্বীকার এসবিআইয়ের!

আরটিআইয়ের পরেও তথ্য দিতে অস্বীকার এসবিআইয়ের!

এটা গোপন বিষয়। ব্যক্তিগত বিষয়।

by Pallabi Sanyal
38 views

মহানগর ডেস্ক : ইলেটক্টোরাল বন্ডের সব তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার পরেও আরটিআইয়ের মামলাকারীকে তথ্য দিতে অস্বীকার করল এসবিআই। কোমোডর লোকেশ বাত্রার আরটিআই-এর জবাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে,এটা গোপন বিষয়। ব্যক্তিগত বিষয়। তাই কিছু বলা যাবে না। সেই সঙ্গে বাত্রার আরও আর্জি ছিল, এসবিআই তাদের হয়ে মামলা লড়ার জন্য হরিশ সালভেকে কত টাকা দিয়েছিল সেটাও জানানো হোক। কিন্তু স্টেট ব্যাঙ্ক সেই তথ্যও দেয়নি। বরং,জানিয়ে দিয়েছে, সালভের রোজগার করা অর্থ যেহেতু করের আওতায় তাই তা জানানো যাবে না। এদিকে বাত্রা এসবিআইয়ের উত্তরে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, যেখানে সব তথ্যই কমিশনের ওয়েবসাইটে রয়েছে, সেখানে তা প্রকাশ কেন করতে চাইছে না এসবিআই!

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জনসাধারণের কাছে তথ্যের উপলব্ধতা থাকা সত্ত্বেও, ব্যাঙ্কটি তথ্যের অধিকার (আরটিআই) আইনের অধীনে দুটি ছাড়ের ধারা ধারা ৮(১)(ই) এর অধীনে নির্বাচনী বন্ড প্রকল্পের বিশদ বিবরণ প্রকাশ করতে অস্বীকার করেছে।যা একটি বিশ্বস্ত ক্ষমতায় রাখা রেকর্ডের সাথে সম্পর্কিত, এবং ধারা ৮(১)(ই), যা ব্যক্তিগত তথ্য আটকে রাখার অনুমতি দেয়৷‘আপনার চাওয়া তথ্যে ক্রেতা এবং রাজনৈতিক দলগুলির সম্পর্কে দানতে চাওয়া হয়েছে ফলে প্রকাশ করা যাবে না।কারণ এটি আরটিআইয়ের আইনের ধারা ৮(১)(ই) এবং (জে) এর অধীনে ব্যতিক্রম বলে দেখানো আছে।

বাত্রা নির্বাচনী বন্ডের রেকর্ড প্রকাশের বিরুদ্ধে ব্যাঙ্কের প্রতিনিধিত্ব করার জন্য সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভের কাছে এসবিআই কর্তৃক প্রদত্ত ফি সংক্রান্ত তথ্যেরও অনুরোধ করেছিলেন।ব্যাঙ্ক উদ্ধৃত করেছে যে এই রেকর্ডগুলি বিশ্বস্ত ক্ষমতার মধ্যে রাখা হয়েছে এবং তথ্যগুলি ব্যক্তিগত প্রকৃতির। এই ঘটনায় বাত্রা তার হতাশা প্রকাশ করে বলেছেন যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে উপলব্ধ তথ্য অস্বীকার করা এসবিআই-এর পক্ষে উদ্ভট।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved