HomeNationalসিঙারা খেতে গিয়ে আবিষ্কার হল মৃত টিকটিকি, দোকানে গিয়ে হুজ্জতি স্থানীয়দের

সিঙারা খেতে গিয়ে আবিষ্কার হল মৃত টিকটিকি, দোকানে গিয়ে হুজ্জতি স্থানীয়দের

- Advertisement -

মহানগর ডেস্ক: কী ভয়ানক কাণ্ড! সিঙারা খেতে গিয়েই মুখে পড়ল মরা টিকটিকি। কী ভয়ানক কাণ্ড ভাবুন তো? হ্যাঁ, উত্তরপ্রদেশের হাপুরে সম্প্রতি এক বাবা এবং মেয়ে জুটি সিঙারা খেতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন। সিঙারা খেতে গিয়ে তাঁরা একটি মৃত টিকটিকি খুঁজে পেলেন। মনোজ কুমার নামে ওই ব্যক্তি জানিয়ে ছেন, তিনি তার ছেলেকে স্থানীয় মিষ্টির দোকান থেকে সিঙারা কিনতে পাঠিয়েছিলেন।

যখন তার ছেলে বাড়ি ফিরে আসে, তখন তার মেয়েকে দেখে সে একটি সিঙারা চিবিয়ে খেতে গিয়েই তার মধ্যে একটি মৃত টিকটিকি। কুমার নিজেও একটি সিঙারা খেয়ে ফেলেছেন। পরে তার মেয়ে তাকে এটির বিষয়ে বলেন। কিছুক্ষণ পর তারা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। এরপরই তারা খাবারের দোকানে গিয়ে তোলপাড় সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তবে, কুমার দাবি করেছেন যে কর্তৃপক্ষ খাবারের মালিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

 

Most Popular