HomeNationalNew Parliament House: নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশন, "ভবিষ্যৎ সূচনা হল" বললেন...

New Parliament House: নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশন, “ভবিষ্যৎ সূচনা হল” বললেন মোদী

- Advertisement -

নয়াদিল্লি: পুরনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে দেশের নতুন সংসদ ভবনে শুরু হল অধিবেশন। মঙ্গলবার গণেশ চতুর্থীর দিনে নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হল। গত ২৮ মে সংসদ ভবনের উদ্বোধন হয়। নতুন ভবনের নাম রাখা হয়েছে পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। পুরনো সংসদ ভবনটির নাম সংবিধান সনদ দেওয়া হয়। নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভবিষ্যতের কথা ভেবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে। আশা করি সকলেই সংসদের আচরণ বিধি মানবেন। আমি গর্বের সঙ্গে বলছি আজকের দিন ইতিহাসে লেখা থাকবে। দেশবাসীর কাছে আজ অত্যন্ত গর্বের দিন। বহু পবিত্র কাজ করার জন্য ভগবান আমায় বেছেছেন।”

আরও পড়ুন: সংসদে শুরু বিশেষ অধিবেশন, কী কী হতে পারে ৫ দিনে

পুরনো ভবনের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী ৩৭০ ও ৩৭৭ ধারার সূত্র টেনে বলেন, “পুরনো ভবনে মুসলিম মা বোনেরা বিচার পেয়েছে। ন্যায় পেয়েছে রূপান্তরকামীরা। সেন্ট্রাল হলে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতিতে পৌঁছেছে। এবার বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পৌঁছনো আমাদের লক্ষ্য। দেশের যুব শক্তির উপর অগাধ বিশ্বাস রয়েছে।” ভারতের চন্দ্রযানের সাফল্য নিয়ে এদিন ফের একবার সরব হন প্রধানমন্ত্রী। “চন্দ্রযান-৩ এর সাফল্য গোটা দেশে যুব শক্তির মধ্যে বিজ্ঞান চেতনা বাড়িয়েছে।আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে।” তিনি আরও বলেন,” নতুন সংসদ ভবন পেয়েছে দেশ। তবে পুরনো সংসদ ভবনের ঐতিহ্য ও গরিমা সমানভাবে বজায় থাকবে।”

Most Popular