Home National মোটর আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল একটি লরি

মোটর আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল একটি লরি

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক, গুজরাত: শুক্রবার সকালে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাটি কাছাকাছি একটি পেট্রোল পাম্পে স্থাপিত নজরদারি ক্যামেরায় ফুটে উঠেছে। ঘটনাটি ঘটেছে, গুজরাতের ডাকোরে। যেখানে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে দ্রুতগামী গাড়ি আচমকা বাঁক নিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনায় গাড়ির চালক কোনো ক্রমে প্রাণে বেঁচে যান। সিসিটিভি ক্যামেরায় ভিজ্যুয়ালগুলি প্রকাশিত হতেই চমকে উঠেছেন সবাই।

ভিডিওতে দেখা যাচ্ছে, যখন দ্রুতগামী গাড়িটি মোটরসাইকেল আরোহীকে ওভারটেক করার এবং বাঁচানোর চেষ্টা করে তখনই গাড়িটি ডিভাইডারে আঘাত লেগে উল্টে যায়। ঈশ্বরের কৃপায় গাড়ির চালক বেঁচে গিয়েছেন। বর্তমানে সড়কে নিয়মিত ও বিরল যান চলাচল বেড়ে গিয়েছে, অনিয়ন্ত্রিত অবস্থায় গাড়ি চলাচলের জন্যে মাঝে মধ্যেই সাধারণ মানুষ এই ঘটনার শিকার হন।

You may also like