Home National কেন্দ্রকে WhatsApp-এ “বিকশিত ভারত”-এর বার্তা পাঠানো বন্ধ করার নির্দেশ নির্বাচন কমিশনের

কেন্দ্রকে WhatsApp-এ “বিকশিত ভারত”-এর বার্তা পাঠানো বন্ধ করার নির্দেশ নির্বাচন কমিশনের

by Shreya Maji
23 views

মহানগর ডেস্ক:  এখন সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষের কাছে পৌঁছে যাওয়া আরও সহজ। সেই  সোশ্যাল মিডিয়াকেই মোদী সরকার প্রচারের বড় অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। ভোট ঘোষণার পরেই কেন্দ্রের পক্ষ থেকে গোটা দেশের মানুষের কাছে হোয়াটসঅ্যাপে আসছিল ‘ বিকশিত ভারত’-এর বার্তা। এটা যে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার তা আর বলার অপেক্ষা রাখে না।  তবে সেই প্রচারে এবার পড়ল বাধা। ভারতের নির্বাচন কমিশন (ECI) কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রককে (MeitY) নির্দেশ দিয়েছে হোয়াটসঅ্যাপে(WhatsApp)  ‘ বিকশিত ভারত’-এর বার্তা বার্তা পাঠানো  অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ  ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) বর্তমানে কার্যকর হয়েছে ।

নির্বাচন সংস্থাটি মন্ত্রণালয়ের কাছে এই  বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্টও দাবি করেছে।  কমিশন বলেছে যে এটি বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে যে নির্বাচনী ঘোষণা এবং এমসিসি কার্যকর হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের উদ্যোগগুলি তুলে ধরে বার্তাগুলি এখনও নাগরিকদের ফোনে পাঠানো হচ্ছে।  যদিও  নির্বাচন কমিশনের দেওয়া বার্তার  প্রতিক্রিয়ায়,কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক  জানিয়েছিল যে যদিও MCC কার্যকর হওয়ার আগে বার্তাগুলি পাঠানো হয়েছিল, তাদের মধ্যে কিছু সম্ভবত সিস্টেমিক এবং নেটওয়ার্ক সীমাবদ্ধতার কারণে বিলম্বে যেতে পারে।

নির্বাচন  কমিশন লোকসভা নির্বাচনের  দিন ঘোষণা করার পরেই আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যায়। আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন যা চলবে ১ জুন পর্যন্ত। ৭ দফায় হবে দেশজুড়ে ভোট। ফলপ্রকাশ হবে ৪  জুন।  প্রচারে ময়দানে নেমেছে শাসক  বিরোধী সকলেই। প্রচার করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved