HomeNationalরাজ্যসভায় মনোনীত ইনফোসিসের প্রাক্তন চেয়ারপার্সন সুধা মূর্তি, "নারী শক্তি" বললেন Pm Modi

রাজ্যসভায় মনোনীত ইনফোসিসের প্রাক্তন চেয়ারপার্সন সুধা মূর্তি, “নারী শক্তি” বললেন Pm Modi

- Advertisement -

মহানগর ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে নারী  শক্তির জয়। লেখক ও সমাজসেবী তথা ইনফোসিসে প্রাক্তন চেয়ারম্যান সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই খবর ট্যুইট করে জানিয়েছেন  খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  মিসেস মূর্তিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন  সুধা মূর্তির রাজ্যসভায় র উপস্থিতি দেশের ‘নারী শক্তি’-র শক্তিশালী প্রমাণ।

 সুধা মূর্তির রাজ্যসভায় মনোনয়ন নিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,  ” শ্রীমতি সুধামূর্তিকে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করায় আমি আনন্দিত। সামাজিক কাজ, জনহিতকর কাজ এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সুধা জির অবদান অপরিসীম এবং অনুপ্রেরণাদায়ক। রাজ্যসভায় তার উপস্থিতি আমাদের “নারী শক্তি”-এর একটি শক্তিশালী প্রমাণ, যা আমাদের দেশের ভাগ্য গঠনে মহিলাদের শক্তি এবং সম্ভাবনার উদাহরণ দেয়। তার ফলপ্রসূ সংসদের মেয়াদ কামনা করছি।”

রাষ্ট্রপতি ১২ জন সদস্যকে কলা, সাহিত্য, বিজ্ঞান এবং সামাজিক পরিষেবাগুলিতে অবদানের জন্য সংসদের উচ্চকক্ষে মনোনীত করেন। মিসেস মূর্তির স্বামী নারায়ণ মূর্তি আইটি জায়ান্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক  তাঁর জামাই। তিনি পদ্মভূষণ পেয়েছেন যা ভারতের তৃতীয়-সর্বোচ্চ বেসামরিক পুরস্কার । গত বছর সামাজিক কাজের জন্য এবং  ২০০৬ সালে সুধা মূর্তি পদ্মশ্রী পান।

Most Popular