Home National Suicide Prank: খেলার ছলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয়, দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কিশোরের!

Suicide Prank: খেলার ছলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয়, দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কিশোরের!

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: খেলার ছলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় (Suicide Prank)। তা  করে দেখাতে গিয়ে মর্মান্তিক ঘটনার শিকার হল তেরো বছরের এক কিশোর। গলার ফাঁস আচমকা শক্ত হওয়ায় গলায় ফাঁস লেগে শেষ হয়ে যায় তার জীবন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউনে। কিশোরের দৃষ্টিহীন মা তার গলায় শক্ত হয়ে বসা দড়ি থেকে বাঁচাতে না পারায় মর্মান্তিক মৃত্যু হল তার।

শনিবার ঘটনাটি ঘটে ওরাই এলাকার কাশিরাম কলোনিতে। তেরো বছরের জয়েশ তার ছোট বোন মহক ও আস্থার সঙ্গে খেলছিল। সেসময়ই তার আত্মহত্যার অভিনয় করে দেখানোর ব্যাপারটি মাথায় আসে। পুলিশ জানিয়েছে খেলার সময় জয়েশ তার চোখে একটুকরো কাপড় বেঁধেছিল। তারপর সে তার গলায় দড়ি বেঁধে তা জানালার শিকের সঙ্গে আটকে দেয়। একটি ছোট টেবিলের ওপর বসে জয়েশ আত্মহত্যার অভিনয় করে দেখাচ্ছিল।

সেসময় টেবিলটি আচমকা ধাক্কা লেগে পড়ে যায়। তারপরই গলায় শক্ত করে বাঁধা দড়ির ফাঁসে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা  ও পুলিশ জানিয়েছে জয়েশের মা যদি চোখে দেখতে পেতেন,তাহলে ছেলেটিকে এমন মর্মান্তিকভাবে মরতে হতো না। এই ঘটনায় এলাকায় গভীর ছায়া নেমে আসে।

 

You may also like