মহানগর ডেস্ক: রাজনৈতিক দলগুলির প্রস্তুতি লোকসভা নির্বাচনের জন্য শুরু হয়ে গেলেও এখনও কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। কিন্তু, তা সত্ত্বেও BJP নেতা সুজিত দাস আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কবে লোকসভা নির্বাচন, তার ‘খবর’ দিয়ে। রাজনৈতিক মহলের অন্দরে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তুমুল চাপানউতোর তৈরি হয়েছে।
শনিবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে আয়োজন করা হয় একটি বৈঠকের। জেলার নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। আর তাঁদের সামনেই সুজিত দাস উল্লেখযোগ্য মন্তব্য করলেন।এই প্রসঙ্গে তিনি কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি যতটুকু খবর পেয়েছি আগামী ১০ এপ্রিল থেকে ১৫ মের মধ্যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট আট দফায় এই নির্বাচন হতে চলেছে। প্রতিটি দফার নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন থাকবে। তবে দু’একদিনের হেরফেরও হতে পারে।’
অর্থাৎ বিজেপি নেতা নির্বাচন কমিশনের আগেই একপ্রকার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন।এভাবে বিজেপি নেতার ভরা সভায় ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।রাজ্যের শাসক দলও সরব হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘এতেই বোঝা যায় বিজেপি সরকার সমস্ত ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করছে।’