Home National একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিতে SBI-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিতে SBI-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

by Mahanagar Desk
24 views

মহানগর ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার( SBI) আর্জি খারিজ। আগামীকাল বুধবারের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইকে নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য দিতে হবে, নাহলে আদালত অবমাননার মামলা হবে এসবিআই-র বিরুদ্ধে। সোমবার দেশের শীর্ষ আাদালত এই নির্দেশ দিয়েছে। কোন দল নির্বাচনী বন্ড থেকে কত টাকা পেয়েছে এসবিআইকে আগামীকাল সেই তথ্য জানাতে হবে। ১৫ মার্চ নির্বাআন কমিশন এই তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করবে।

আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ৬ মার্চের মধ্যে তুলে দিতে হবে এসবিআই-কে। কিন্তু তথ্যপ্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসবিআই। সোমবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, এক দিনের মধ্যে, অর্থাৎ মঙ্গলবারই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে তুলে দিতে হবে এসবিআই-কে। এর পাশাপাশি নির্বাচন কমিশনকে একটি নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী শুক্রবার, ১৫ মার্চ, বিকেল ৫টার মধ্যে তাদের সরকারি ওয়েবসাইটে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে। সোমবার এই মামলার শুনানির শুরুতেই এসবিআই শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে। এসবিআই-র উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল, “গত ২৬ দিন ধরে আপনারা কী করছিলেন? আপনাদের আবেদনে এই নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি।”

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে “অসাংবিধানিক” এবং “ক্ষতিকারক” বলে পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত ওই দিনই এসবিআইকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে যেন ওই বন্ড দেওয়া তারা বন্ধ করে দেয়। এর পাশাপাশি নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত অনুদান পেয়েছে, কারা তাদের অনুদান দিয়েছে, তা প্রকাশ্যে আনারও নির্দেশ ওই দিন দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার নির্বাচনী বন্ডের তথ্যপ্রকাশ নিয়ে দু’টি আর্জি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ শুনবে বলে কথা ছিল। বন্ড সংক্রান্ত তথ্যপ্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসবিআই। সোমবার এসবিআই-এর সেই আর্জি শোনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আরও একটি আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সোমবার সেই আবেদনও শোনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, মঙ্গলবারের মধ্যে যদি নির্বাচনী বন্ডের তথ্য এসবিআই প্রকাশ না করে, তবে তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ “ইচ্ছাকৃতভাবে অমান্য” করার অভিযোগ আদালত অবমাননার মামলা হবে। এ ছাড়াও আদালতের নির্দেশ মানার পর এসবিআই-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় রাজনীতির বিরোধী শিবিরের দাবি ছিল, বিগত ছ’বছরে বিজেপি কোন কর্পোরেট সংস্থার কাছ থেকে কত টাকা পেয়েছে, তা প্রকাশ্যে আনতে হবে। কিন্তু তথ্যপ্রকাশের জন্য এসবিআই জুন মাস পর্যন্ত সময় চাওয়ায় ভোটের আগে সেই তথ্য প্রকাশ্যে আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আদালতের নির্দেশের পর সেই সংশয়ের অবসান হল বলেই মনে করা হচ্ছে। তথ্য বলছে দেশের মধ্যে নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি ৫ হাজার কোটি টাকা পেয়েছে বিজেপি। টাকা পাওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। এই টাকা যে কোম্পানি দিত তারা করছাড় পেত। নরেন্দ্র মোদী সরকার নির্বাচনে কালো টাকার লেনদেন রুখতে এইনইলেক্টোরাল বন্ড চালু করে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved