Home National ‘অ্যালোপ্যাথিকে দুর্নাম করলে চোকাতে হবে ১ কোটি’, ওষুধের বিজ্ঞাপনে পতঞ্জলিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

‘অ্যালোপ্যাথিকে দুর্নাম করলে চোকাতে হবে ১ কোটি’, ওষুধের বিজ্ঞাপনে পতঞ্জলিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: একের পর এক আইনী বিপাকে দেশের নামি-দামি সংস্থা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের জন্য পতঞ্জলি আয়ুর্বেদকে তীব্র নিন্দা করেছে। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ পতঞ্জলিকে আগেই সতর্ক করে দিয়েছিল যে, এরপর থেকে বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি অব্যাহত থাকলে কোম্পানিকে ১ কোটি টাকা জরিমানা দিতে হবে, এই জরিমানা প্রতি-পণ্যের ভিত্তিতে প্রযোজ্য।

এদিন এই বিজ্ঞাপণকেই দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত পতঞ্জলি আয়ুর্বেদকে একটি নির্দেশ জারি করে বলেছে যে, কোম্পানিকে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করতে আবারও নিষেধ করা হল। অধিকন্তু, আদালত জোর দিয়ে বলে যে, পতঞ্জলিকে নিশ্চিত করতে হবে যে তারা সংবাদপত্রে নৈমিত্তিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দায়ের করা একটি পিটিশন অনুযায়ী আদালতের বিবেচনার সময় এই নির্দেশটি দেওয়া হয়েছে। পিটিশন আরও বলা হয়েছে যে, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি অ্যালোপ্যাথিকে অবজ্ঞা করছে এবং কিছু রোগ নিরাময়ের বিষয়ে মিথ্যা দাবি করছে।

IMA আরও দাবি করেছে যে, পতঞ্জলি ড্রাগস এবং অন্যান্য জাদু প্রতিকার আইন, 1954 এবং ভোক্তা সুরক্ষা আইন, 2019-এর মতো আইনগুলির সরাসরি লঙ্ঘন করেছে। আদালত কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কার্যকর সুপারিশগুলি নিয়ে আসতে বলেছে এবং এই বিষয়ে ২০২৪-এর ৫ ফেব্রুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved