Home National টাটারা এবার বাংলা থেকে ৭৬৬ কোটি টাকা পুনরুদ্ধার করতে পারে: আরবিট্রেশন প্যানেল

টাটারা এবার বাংলা থেকে ৭৬৬ কোটি টাকা পুনরুদ্ধার করতে পারে: আরবিট্রেশন প্যানেল

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে সিঙ্গুরে তার কোম্পানি ন্যানো কারখানা বন্ধ করার জন্য বেঙ্গল সরকার টাটা মোটরসের কাছ থেকে ১১ শতাংশ সুদ-সহ ৭৬৫.৮০ কোটি টাকা দিতে বলেছিল। যে কথাটি টাটা আজ জানিয়েছে। তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল থেকে আজ কোম্পানির পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত এসেছে।

সিঙ্গুরে অটোমোবাইল উৎপাদন সুবিধার বিষয়ে, এটি জানানো হয়েছে যে, তিন সদস্যের সালিসি ট্রাইব্যুনালের সামনে পূর্বোক্ত মুলতুবি থাকা শালিসী কার্যধারা অবশেষে ৩০ অক্টোবর, ২০২৩ তারিখের একটি সর্বসম্মত পুরষ্কারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। TML Tata Motors কে উত্তরদাতার (WBIDC) কাছ থেকে ১ সেপ্টেম্বর, ২০১৬ থেকে প্রকৃত পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ৭৬৫.৮০ কোটি টাকা সুদসহ পুনরুদ্ধার করার অধিকার দিয়েছে।

টাটা মোটরসকেও উত্তরদাতার (ডব্লিউবিআইডিসি) কাছ থেকে কার্যধারার খরচের জন্য ১ কোটি টাকা পুনরুদ্ধারের অধিকারী বলে রাখা হয়েছে। Tatas বাংলা থেকে ৭৬৬ কোটি টাকা পুনরুদ্ধার করতে পারে বলে জানিয়েছে আরবিট্রেশন প্যানেল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved