HomeNationalউত্তপ্ত কাশ্মীর, চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা

উত্তপ্ত কাশ্মীর, চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের উত্তপ্ত কাশ্মীর। নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে জঙ্গিদের ভয়ংকর গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়। জেহাদিদের নিকেশ করতে শুরু হয়েছে এনকাউন্টার। বুধবার রাত থেকে চলছে এই লড়াই। এই প্রসঙ্গে সেনা জানিয়েছে, বুধবার গোয়েন্দা সূত্রে খবর মেলে কুলগাম জেলার হাদিগাম অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর মেলে । তার পরই জেহাদিদের নিকেশ করার জন্য ছকে ফেলা হয় নকশা।

ওই এলাকায় এদিন রাত থেকেই জওয়ানরা এনকাউন্টার শুরু করেন। শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে। এনকাউন্টার চলছে এখনও। কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফের আধিকারিকরা উপস্থিত রয়েছেন সেখানে। এই অভিযানের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে কাশ্মীর পুলিশের তরফেও।

প্রসঙ্গত, জঙ্গিদের হামলায় গত মাসেই পুঞ্চে পাঁচ জওয়ান শহিদ হন। নিরাপত্তাবাহিনী তার পর থেকে কাশ্মীরের একাধিক জায়গায় জেহাদিদের খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে।জঙ্গিরা কয়েকদিন আগেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। কিন্তু সেনাবাহিনী সেই ছক বানচাল করে দেয়।জওয়ানদের হাতে আখনুরে নিয়ন্ত্রণ রেখার কাছে খতম হয় এক জঙ্গি।

Most Popular