Home National Terrorists In Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীরে ডেরা বাঁধা জঙ্গিদের ভূস্বর্গের সম্পত্তি বাজেয়াপ্ত করছে সরকার

Terrorists In Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীরে ডেরা বাঁধা জঙ্গিদের ভূস্বর্গের সম্পত্তি বাজেয়াপ্ত করছে সরকার

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: বেশ কয়েকবছর ধরেই জম্মু-কাশ্মীর ছেড়ে পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা (Terrorists In Pakistan Occupied Kashmir)। এবার তাদের ঘোষিত অপরাধী ঘোষণা করে ভূস্বর্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে জম্মু-কাশ্মীরের সরকার। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার।

রাজ্যের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছেন ওই বিশ্বাসঘাতকেরা ভারতে জঙ্গি কার্যকলাপে লিপ্ত হওয়ার পর পাকিস্তানে আশ্রয় নিয়েছে। তারা এখন ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করার ছক কষছে। জানান জঙ্গিদের সম্পর্কে সমস্ত তথ্যই তাঁরা সংগ্রহ করেছেন। পুলিশ কর্তা জানিয়েছেন ইতিমধ্যেই ডোডা জেলায় প্রশাসন পদক্ষেপ শুরু করে দিয়েছে। ওই জেলার ১৬জন স্থানীয় বাসিন্দা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ডেরা বেঁধেছে। তাদের ঘোষিত অপরাধী ঘোষণা করেছে প্রশাসন।

পুলিশ কর্তা জানান দিন কয়েক আগে ডোডা রেঞ্জে এই ধরণের বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের ফেরার ঘোষণা করেছে প্রশাসন। জম্মু-কাশ্মীরের পুলিশের গোয়েন্দা শাখা ইতিমধ্যে এ ধরণের ৪,২০০জনের তালিকা তৈরি করেছে। এদের অধিকাংশই ১৯৯০ সাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে আশ্রয় নিয়েছে। তাদের ভূস্বর্গের সম্পত্তির বিবরণ রেজিস্ট্রেশন অ্যান্ড রেভেনিউ ইনস্পেক্টর জেনারেলকে দেওয়া হয়েছে।

এরফলে ঘোষিত অপরাধী হিসেবে চিহ্নিতদের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না। একইসঙ্গে যেসব বাসিন্দা জঙ্গিদের ইচ্ছাকৃতভাবে আশ্রয় দিয়েছে, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হচ্ছে। তবে যেসব বাসিন্দাকে ভয় দেখিয়ে তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে জঙ্গিরা, তাদের রেহাই দিয়েছে প্রশাসন। একসময়ে জঙ্গি কার্যকলাপের হট বেড হিসেবে পরিচিত সোপোরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মঙ্গলবার ভূস্বর্গের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন তারা যেন কোনও অবস্থাতেই জঙ্গিদের আশ্রয় না দেয়।

সেইসঙ্গে ভূস্বর্গ থেকে সন্ত্রাসবাদ বিলোপ নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির বিষয়টি মনে করিয়ে দেন। সিনহা বলেন তিনি আশা করছেন ভূস্বর্গের বাসিন্দারা জঙ্গিদের কোনওভাবেই নিরাপত্তা বা সুরক্ষা দেবেন না। বারবার বলেন কারণ এখানে যাঁরা বাস করেন, তাঁরা সন্ত্রাসবাদের ভয়ে দশকের পর দশক ধরে দিন কাটাচ্ছেন। প্রসঙ্গত,১৯৯০ সালে কয়েক হাজার তরুণ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে অস্ত্র প্রশিক্ষণ নিতে সেখানে ডেরা বাঁধে। পরে অধিকাংশই ফিরে এসে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হয়।

গত তিন দশক ধরে এনকাউন্টারে ২৩,০০০-এর বেশি জঙ্গি নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত হয়। ২০১০ সালে জম্মু-কাশ্মীর সরকার আত্মসমর্পণ ও পুনর্বাসনের কথা ঘোষণা করলে শ তিনেক তরুণ ফিরে আসে। এখনও ৪,০০০ জন অস্ত্র প্রশিক্ষণ শিবিরে রয়েছে বলে জানা গিয়েছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved