মহানগর ডেস্ক : ছত্তিশগড়ে এনকাউন্টার। নিরাপত্তারক্ষী বনাম মাওবাদী। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ মওবাদীর। এমনই দাবি পুলিশের।
জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ জাংলা থানা সীমানার অন্তর্গত একটি জঙ্গলে এনকাউন্টার শুরু হয়। জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পৃথক দল নকশাল বিরোধী অভিযানে বের হয়েছিল। এরপর ডিআরজির একটি টহলদারি দল ছোটে তুঙ্গালি জঙ্গলের কাছে টহল দেওয়ার সময় গুলি বিনিময় শুরু হয়।
চার মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পিস্তল, আইইডি ও অন্যান্য মাওবাদী সামগ্রীও। তল্লাশি অভিযান জারি রয়েছে। নিরাপত্তা বাহিনী এখনও জঙ্গলে রয়েছে ডেপুটি ইনসপেক্টর জেনারেল অফ পুলিশ( দক্ষিণ বস্তার) কমললোচন কাশ্যপ জানিয়েছেন, ছোটে টুংলি এলাকায় ডিআরজির টিম যাওয়ার সময় গুলি বর্ষণ হতে শুরু করে।