Home National লাদাখ ল্যান্ডিং স্ট্রিপে এয়ারফিল্ড নির্মাণ বর্ডার রোড অর্গানাইজেশনের! জানালেন প্রতিরক্ষা মন্ত্রী

লাদাখ ল্যান্ডিং স্ট্রিপে এয়ারফিল্ড নির্মাণ বর্ডার রোড অর্গানাইজেশনের! জানালেন প্রতিরক্ষা মন্ত্রী

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক: ২১৮ কোটি টাকা ব্যয়ে একটি বিমানঘাঁটি নির্মাণ নির্মাণ হতে চলেছে লাদাখের নিওমা বেল্টে। বর্ডার রোড অর্গানাইজেশন এই বিমান ঘাঁটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। আগামী ১২ ই সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এয়ারফিল্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে খবর।

সেনার অধীনস্থ ‘বর্ডার রোডস অর্গানাইজ়েশন’-এর তত্ত্বাবধানে ১৪ হাজার ফুট উচ্চতায় তৈরি হবে নিওমা যুদ্ধবিমান ঘাঁটি। পরিকল্পিত ওই বিমানঘাঁটি থেকে ভারত-চিন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার মতো দূরে অবস্থিত। বর্ডার রোড অর্গানাইজ়েশনের বক্তব্য, কৌশলগত জায়গা থেকে এই বিমানঘাঁটি ও সুড়ঙ্গপথ ভারতীয় সেনা এবং বিমানবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: Eat Pizza, Pay After Death: যত খুশি পিৎজা খান, দাম দেবেন মৃত্যুর পরে!

প্রতিরক্ষা মন্ত্রকের জনৈক জনসংযোগ অফিসার জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী ১২ সেপ্টেম্বর লাদাখের নিওমা এয়ারফিল্ডের ভার্চুয়ালি শিলান্যাশ করবেন। আনুমানিক ২১৮ কোটি টাকা ব্যয় করে এই এয়ারফিল্ড তৈরি করার কথা। এই এয়ারফিল্ডের নির্মাণ লাদাখে বিমান পরিকাঠামোকে ব্যাপকভাবে উন্নত করবে এবং সীমান্তে IAF এর সক্ষমতা বৃদ্ধি করবে বলে জন্য ওই জনসংযোগ অফিসার।

আগামী সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পুনর্গঠিত বাগডোগরা এবং ব্যারাকপুর এয়ারফিল্ডেরও উদ্বোধন করবেন রাজনাথ সিং। বর্ডার রোড অর্গানাইজেশনের তত্ত্বাবধানে ৫২৯ কোটি টাকা ব্যয়ে সফলভাবে পুনর্নির্মাণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই এয়ারফিল্ডগুলি শুধুমাত্র উত্তর সীমান্তে ভারতীয় বায়ুসেনার প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক স্থাপত্যকে উন্নত করবে এমনটাই নয়, বরং এই অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা প্রদান করবে।

You may also like