Home National হাসপাতালে ভর্তি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি! উদ্বেগ

হাসপাতালে ভর্তি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি! উদ্বেগ

তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।

by Pallabi Sanyal
198 views

মহানগর ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। বুধবার রাতে তাকে ভর্তি করা হয় পুনের এক হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, জ্বর এবং বুকের সংক্রমণ রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির।তাঁর বুকে ইনফেকশন ধরা পড়েছে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তাঁর বয়স ৮৯ বছর।

প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ২০০৭ সাল থেকে ২০১২ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। গত বছরই মৃত্যু হয় প্রতিভা পাটিলের স্বামী দেবীসিংহ রামসিংহ শেখাওয়াতের। ১৯৬৫ সালের ৭ জুলাই বিয়ে হয় প্রতিভা পাটিলের। ১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর মহারাষ্ট্রের জলগাঁওয়ের নাদগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন প্রতিভা পাটিল। তিনি ছিলেন একজন আইনজীবীও। তিনি ছিলেন কংগ্রেসের একজন সদস্য।২০০৭ থেকে ২০১২ পর্যন্ত, দেশের দ্বাদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

উল্লেখ্য, প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। এর আগে, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজস্থানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন লোকসভার সদস্য।১৯৬২ সালে, মাত্র ২৭ বছর বয়সে , জলগাঁও থেকে মহারাষ্ট্র বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। পরে তিনি আরও চারবার বিধায়ক হিসাবে নির্বাচিত হন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন প্রতিভা পাটিল।

 

You may also like