Home National জোড়াফুলে রচনা, প্রাক্তন স্বামী পদ্মে! ভোটের মুখে বদলাচ্ছে সমীকরণ

জোড়াফুলে রচনা, প্রাক্তন স্বামী পদ্মে! ভোটের মুখে বদলাচ্ছে সমীকরণ

ওড়িয়া ছবির সুপারস্টার হলেন সিদ্ধান্ত।

by Pallabi Sanyal
69 views

মহানগর ডেস্ক : নির্বাচন এলেই চোখে পড়ে নাটকীয় মুহূর্ত। টিকিট না পেয়ে এক দল থেকে আরেক দলে নাম লেখানো তো রয়েইছে এবার শাসক প্রার্থীকে মাত দিতে পাল্টা তার প্রাক্তন স্বামীকে অস্ত্র করলো বিরোধীরা। প্রসঙ্গত, হুগলিতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার তৃণমূলের তুরুপের তাস হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল রচনাকে টিকিট দিতেই রচনার প্রাক্তন স্বামীকে দলে টানল বিজেপি। রচনা বন্দ্য়োপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে। পেতে পারেন টিকটও। তবে, কোন কেন্দ্র থেকে ভোটে লড়বেন সেটা এখনও জানা যায়নি।

ওড়িয়া ছবির সুপারস্টার হলেন সিদ্ধান্ত। রচনা তার বিপরীতে অনেকগুলি সিনেমাতেই অভিনয় করেছেন। সেখান থেকেই দুজনে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন। কিন্তু সিদ্ধান্তের পরিবারের বিয়েতে মত না থাকায় পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।এক সময় বিজেডি (বিজু জনতা দল)-এর সদস্য ছিলেন সিদ্ধান্ত।সাংসদও হয়েছিলেন বিজেডির টিকিটে। ২০০৯ সালে সিদ্ধান্ত ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জয় ছিনিয়ে আনেন। ২০১৪ সালেও জিতেছিলেন ওই আসন থেকে। তব ২০১৯ সালে ওই আসনে প্রার্থী হননি সিদ্ধান্ত।

উল্লেখ্য, রচনা বন্দ্যোপাধ্যায় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। লকেট ও রচনা দুজনেই চলচ্চিত্র দুনয়ার ব্যক্তিত্ব। লকেট রাজনীতিতে নতুন না হলেও রচনা সেদিক থেকে নবাগত। এখন দেখার রচনা না লকেট, হুগলিতে কাকে বেছে নেয় মানুষ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved