Home National লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে গেল লোকাল ট্রেন, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে গেল লোকাল ট্রেন, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক : দিল্লি থেকে আসা একটি ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে উঠে এল প্ল্যাটফর্মের উপরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মথুরা স্টেশনে।মথুরা জংশন স্টেশনে একটি খুঁটিতে ধাক্কা লেগে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাই সেইভাবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।রেল সূত্রে জানা গিয়েছে,রাত ১০টা ৪৮ মিনিটে স্টেশনে ঢুকছিল শকুরবস্তি-মথুরা মেমু ট্রেনটি। তখনই ঘটে দুর্ঘটনাটি।

রেল অধিকারীর প্রাপ্ত তথ্য অনুযায়ী,এই ঘটনায় প্ল্যাটফর্ম 2A-এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে ট্রেন চলাচল সীমিত করা হয়েছে, তবে অন্যান্য পরিষেবাগুলি বর্তমানে স্বাভাবিকভাবে চলছে।ট্রেন লাইনচ্যুত হওয়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেল বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

মথুরা রেলওয়ে স্টেশনের ডিরেক্টর এসকে শ্রীবাস্তব এই ঘটনার প্রসঙ্গে জানিয়েছেন, ট্রেন থেকে যাত্রীরা আগেই নেমে গিয়েছিল। হঠাৎ করে চালু হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন। এরপর ভারসাম্য বজায় রাখতে না পেরে তাড়াহুড়ো করে ট্রেনটি উঠে যায় প্ল্যাটফর্মের উপর। রেলসুত্রে জানা গিয়েছে, একজন মহিলা বৈদ্যুতিক শক পেয়েছিলেন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved