Home National দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, এতে পশ্চিমবঙ্গের প্রার্থীর নাম নেই

দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, এতে পশ্চিমবঙ্গের প্রার্থীর নাম নেই

by Mahanagar Desk
288 views

মহানগর ডেস্ক : ২০২৪-এর লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থিতালিকা বুধবার ঘোষণা করল বিজেপি। এই তালিকায় কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, দাদরা-নগর হভেলী, দমন-দিউ, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডের মোট ৭২ জন প্রার্থীর নাম রয়েছে। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গের কোনও প্রার্থীর নাম ঘোষণা হয়ননি।

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় যে ১৯৫ জনের নাম ঘোষণা করা হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গের ২০ জনের নাম ছিল।তবে বুধবার বিজেপি যে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে পশ্চিমবঙ্গের কোনও প্রার্থীর নাম নেই। প্রসঙ্গত, আসানসোলে বিজেপির ঘোষিত প্রার্থী পবন সিংহ ভোটে লড়তে অস্বীকার করার ফলে এখনও বাংলায় ২৩টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।বুধবার যে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে তাতে হরিয়ানার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে সে রাজ্যের কার্নাল আসনে প্রার্থী করেছে নরেন্দ্র মোদীর দল। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়তকে হরিদ্বারে প্রার্থী কীা হয়েছে, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও রয়েছেন প্রার্থী তালিকায়। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীকে প্রার্থী করা হয়েছে নাগপুরে, পীযূষ গয়ালকে মুম্বই উত্তরে, প্রহ্লাদ জোশীকে ধারওয়াড়ে, অনুরাগ ঠাকুরকে হামিরপুরে, যুবনেতা তেজস্বী সূর্যকে বেঙ্গালুরু দক্ষিণে, পঙ্কজা মুন্ডেকে বীড় লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে।

এদিনের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হচ্ছে সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন তৃণমূল নেতা অশোক তানওয়ার, তাঁকে হরিয়ানার হিসারে বিজেপি প্রার্থী করা হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র রাঘবেন্দ্র টিকিট পেয়েছেন পারিবারিক আসন শিবমোগ্গায়। খনি দুর্নীতি মামলায় অভিযুক্ত কর্নাটকের প্রাক্তন মন্ত্রী বি শ্রীরামালুকে বল্লারি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে।

এখন দেখার পরবর্তী তালিকায় পশ্চিমবঙ্গের বাকি ২৩ আসনে যে প্রার্থীর নাম ঘোষণা হবে তাতে সদ্য তৃণমূল ত্যাগী অর্জুন সিংয়ের নাম থাকে কি না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved