মহানগর ডেস্ক: সুপ্রিম কোর্টে সিবিআই জানাল,অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সাক্ষীদের হুমকি দিচ্ছেন। আজ সিবিআই সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিনের আর্জির জোরদার বিরোধিতা করে জানিয়েছে, “এইসব কারণের জন্যই তিনি জেল থেকে বার হতে পারেন না।” এতেই অনুব্রতর চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের মামলার বিচার শুরু করার নির্দেশ দিয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে।এই মামলা চলছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। আইনজীবী মুকুল রোহতগি আজ অনুব্রতের হয়ে সুপ্রিম কোর্টে যুক্তি দেন,” অনুব্রত এক বছরের বেশি সময় জেলে। চারটি চার্জশিট জমা পড়েছে এই মামলায়। এখনও বিচার শুরু হয়নি। কারণ শেষ হয়নি তদন্ত। এ দিকে মূল অভিযুক্ত-সহ অভিযুক্তদের বাকি সবাই জামিন পেয়ে গিয়েছেন। শুধু জামিন পাচ্ছেন না অনুব্রত।
অনুব্রতের বিরুদ্ধে জেলে থাকাকালীন বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ ওঠে। সেখানে বলা হয়,বিচারকের পরিবারের লোকেদের মাদকের মামলায় ফাঁসানো হবে অনুব্রতকে জামিন না দিলে। তা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুললে আজ রোহতগির তরফে যুক্তি দেওয়া হয়, ‘বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে পাঠানো হয় ওই চিঠি।আইনজীবী সুদীপ্ত রায় ব্যক্তিগত রেষারেষির জেরে সেই চিঠিটি পাঠান বাপ্পার নামে। অনুব্রতের সম্পর্ক নেই তার সঙ্গে।পুলিশ সুদীপ্তকে গ্রেফতারও করেছে।