HomeNationalশীর্ষ আদালত থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গেল কলকাতা হাইকোর্টে, দ্রুত বেঞ্চ...

শীর্ষ আদালত থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গেল কলকাতা হাইকোর্টে, দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস প্রধান বিচারপতির

- Advertisement -

মহানগর ডেস্ক: সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা।সুপ্রিমকোর্ট হাইকোর্টকে গ্রুপ-ডি, গ্রুপ – সি সহ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে সমস্ত মামলার ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।পাশাপাশি, দুই মাস সময় দওয়া হয়েছে সিবিআইকে তদন্ত শেষ করার জন্য।

আইনজীবী অনিন্দ্য লাহিড়ি এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন। প্রধান বিচারপতি আশ্বাস দিলেন দ্রুত বেঞ্চ গঠনের।প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বিচারাধীন এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা ফের হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি , CBI-কে নির্দেশ দেওয়া হয়েছে আগামী দুই মাসের মধ্যে SSC-র সমস্ত অনিয়ম সংক্রান্ত ঘটনার তদন্ত শেষ করার জন্য।আদালত সেই তদন্তের রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। এই মামলাগুলির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশও দেওয়া হয়। এই সংক্রান্ত মামলাগুলির শুনানি যাতে আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়, সেই নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে।

Most Popular