মহানগর ডেস্ক: ফের ঠান্ডার কাঁপুনি রাজ্যজুড়ে। তাপমাত্রা কমতে শুরু করেছে শনিবার থেকেই। কলকাতায় পারদ পৌঁছে গিয়েছে ১৮ ডিগ্রির কাছে।একাধিক জেলায় পারদ চড়েছিল জানুয়ারি মাসের শুরু থেকেই। গত বর্ষায় বৃষ্টির ঘাটতির কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে পারদ পতন হল শীতপ্রেমীদের স্বস্তি দিয়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের কিছুটা চড়বে তাপমাত্রা সপ্তাহের শুরুতে। ফের তাপমাত্রার পারদ কমতে চলেছে বুধবার থেকে। রাজ্যজুড়ে কমতে চলেছে তাপমাত্রা।
কলকাতা সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকে দেখা যায় ঘন কুয়াশা। বেলা বাড়তে বাড়তে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আলিপুর। সন্ধ্যাতেও একইরকম পরিস্থিতি দেখা যাবে দক্ষিণবঙ্গে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়ায়। ভোরের দিকে কুয়াশা হলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলবে। দুপুরের পর থেকে তাপমাত্রা কমবে। বিভিন্ন জেলায় সারাদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৫ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার বদলে পশ্চিমী ঝঞ্ঝা বাঁধা দেওয়ায় বাংলায় ঢুকবে দক্ষিণের হাওয়া।