Home National মেয়াদ শেষ সঞ্জয় কুমার মিশ্রের, চিনে নিন  ED- এর নতুন অধিকর্তাকে 

মেয়াদ শেষ সঞ্জয় কুমার মিশ্রের, চিনে নিন  ED- এর নতুন অধিকর্তাকে 

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: মোদী সরকার ২০১৮ সালের ১৯ নভেম্বরে ইডি-র অধিকর্তা পদে সঞ্জয়কে নিয়োগ করেছিল।তিনি তার আগে দিল্লিতে আয়কর দফতরের মুখ্য কমিশনার হিসেবে কাজ করেছিলেন। অতি দক্ষতার  সঙ্গে সেখানে তিনি কাজ করেন। সূত্রের খবর,সাফল্য দেখেই তাঁকে নিয়োগ করা হয়েছিল ইডি-র অধিকর্তা পদে। দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে ফের এক বছরের তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয় ২০২০ সালে। তাঁর পর পর তিনবার মেয়াদ বেড়েছিল। তবে আর মেয়াদ বৃদ্ধি নয় বরং সঞ্জয় কুমার মিশ্র এই পদ থেকে অবসর নিয়েছেন। তাঁর জায়গাতেই আসছেন অন্য আরেক কর্তা। চিনে নিন কে তিনি।

 বর্ষীয়ান ইন্ডিয়ান রেভিনিউ অফিসার রাহুল নবীনের কাঁধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র ইনচার্জ ডিরেক্টর হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হল। বিদায়ী ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের জায়গায় আপাতত নতুন কার্যকরী ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন তিনি,এমনটাই জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক রাহুল নবীনকে ইডি-র ভারপ্রাপ্ত অধিকর্তা হিসাবে নিয়োগ করেছে। ইডির অধিকর্তা পদে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর। নতুন অধিকর্তার নাম ঘোষণা করা  হয়েছে সেই দিনই।

স্থায়ী অধিকর্তা নিয়োগ না-হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন রাহুল নবীন।  ১৯৯৩ ব্যাচের আইআরএস নবীনই, এমনটাই জানা গিয়েছে অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে। তিনি বর্তমানে ইডি-র বিশেষ অধিকর্তা পদে রয়েছেন। নবীন ইডির সদর দফতরে প্রধান ভিজিল্যান্স অফিসার ছিলেন এর আগে। তবে এবার দেখার বিষয়,রাহুল নবীন ঠিক কতটা দায়িত্বের সঙ্গে নিজের কাজ সামলাতে পারেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved