Home National র‍্যাগিং ফ্রী দিল্লি বিশ্ববিদ্যালয়, স্বপ্নদীপ কান্ডের মধ্যেই দাবী বিশ্ববিদ্যালয়ের

র‍্যাগিং ফ্রী দিল্লি বিশ্ববিদ্যালয়, স্বপ্নদীপ কান্ডের মধ্যেই দাবী বিশ্ববিদ্যালয়ের

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয় পুরোপুরি রাগিং মুক্ত (Ragging Free)। যাদবপুর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই বুধবার এমন দাবি করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট পড়ুয়াদের নতুন ব্যাচকে স্বাগত জানিয়ে এই দাবি জানান উপাচার্য। কোভিড বিপর্য়য়ের পর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ সালের শিক্ষাবর্ষ নতুন করে শুরু হতে চলেছে। উপাচার্য নতুন ব্যাচের পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে নির্ভাবনায় প্রত্যেকের কলেজের ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

উপাচার্য জানিয়েছেন  ইতিমধ্যেই কমন সিট অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে ৬৪,২৮৮জন পড়ুয়া আগস্টের পনেরো তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যারা নতুন বিশ্ববিদ্যালয়ে আসবেন, তাঁদের উদ্দেশে তাঁর একটাই বার্তা, এই বিশ্ববিদ্যালয় পুরোপুরি রাগিং মুক্ত। সিনিয়ররা জুনিয়রদের অত্যন্ত স্নেহের চোখে দেখে থাকে, তাঁরা জুনিয়ারদের আত্মীয় হিসেবেই দেখে থাকে। ফলে কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে।

সম্প্রতি এ রাজ্যের কলকাতায় যাদবপুরে স্বপ্নদীপের আত্মঘাতী হওয়ার ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সিনিয়র ছাত্র সৌরভ চৌধুরী সহ স্বপ্নদীপকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আরও অনেককে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ল্যাপটপ, মোবাইল। স্বপ্নদীপের মৃত্যুর পেছনে রাগিংয়ের ঘটনাই বড় করে উঠে এসেছে। সেই প্রেক্ষিতে দিল্লি উপাচার্যের এমন দাবি ঘিরে শুরু হয়েছে কৌতূহল। এর আগেও রাগিং নিয়ে একাধিকবার বিতর্ক থেকে শুরু করে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে। রাগিংয়ের নামে অমানবিক অত্যাচার নিয়ে প্রতিবাদ হলেও সেই নৃশংসতা বন্ধ হয়নি। সৌমদীপের মৃত্যু তার সাম্প্রতিকতম উদাহরণ।

You may also like