Home National ‘যাঁরা ভারতে থাকবে তাঁদের দেশের হয়ে শ্লোগান দিতে হবে’, কেন্দ্রীয় মন্ত্রী কৈলাশ চৌধুরী

‘যাঁরা ভারতে থাকবে তাঁদের দেশের হয়ে শ্লোগান দিতে হবে’, কেন্দ্রীয় মন্ত্রী কৈলাশ চৌধুরী

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: শনিবার কেন্দ্রীয় মন্ত্রী কৈলাশ চৌধুরী বিজেপি আয়োজিত কৃষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জোর গলায় বিরোধী দলকে খোঁচা দিয়ে জানালেন, যারা ভারতে থাকতে চান তাঁদের বলা উচিত ‘ভারত মাতা কি জয়’। হায়দ্রাবাদের জনপ্রতিনিধিদের দ্বারা ব্যবহৃত ভাষা উল্লেখ করে, তিনি আরও বলেন, “ভবিষ্যতে তাঁদের একটি পাঠ শেখানো উচিত এবং রাজ্যে জাতীয়তাবাদী চিন্তাধারার সরকার গঠন করা উচিত।

ভারতে যারা বলে যে তারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেবে না, তাঁদের নরকে যাওয়া উচিত। ভারতে বসবাস করে আপনি কি ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলবেন? যারা ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ বলবে, তাঁরাই দেশে জায়গা পাবে। তাই আমি বলতে চাই, যদি এমন কেউ থাকে যে ‘ভারত মাতা কি জয়’ না বলে এবং হিন্দুস্তান ও ভারতে বিশ্বাস না করে এবং ‘পাকিস্তান জিন্দাবাদ’-এ বিশ্বাস রাখে, তার পাকিস্তানে যাওয়া উচিত। এখানে থাকার কোনও প্রয়োজন নেই। এই দেশে থাকতে হলে জাতীয়তাবাদী আদর্শ থাকা প্রয়োজনীয়।” অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্যে নদীর জলের বিভাজন পরিচালনা করবে এমন কৃষ্ণ জল বিরোধ ট্রাইব্যুনালের শর্তাদি অনুমোদন করে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার উপলক্ষ্যে বিজেপি কর্তৃক কৃষকদের সম্মেলন আয়োজন করা হয়েছিল। ভারতের নামকরণ করা বিরোধী জোটের কথা উল্লেখ করে, চৌধুরী অভিযোগ করেন যে, কংগ্রেসের লোকেরা মহাত্মা গান্ধীর নাম চুরি করেছে। ওরা ভারত নাম দিয়েছে।

কিন্তু, এই নাম চুরির কাজ, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। গান্ধীকে চুরি করে তারা গান্ধীজির মতো হতে চায়। প্রথমে তারা কংগ্রেসের নাম চুরি করেছে, তারপর গান্ধীর নাম এবং আজ ইন্ডিয়া”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দেন। উন্নয়নের ফলগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছেছে এবং মোদি শাসনের অধীনে দেশে মহাসড়ক, পরিকাঠামো এবং অন্যান্য সেক্টরে দ্রুত অগ্রগতি দেখা যাচ্ছে বলে জোর দিয়ে তিনি বলেন, তেলেঙ্গানায় একটি জাতীয়তাবাদী সরকার গঠন করা উচিত।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved