HomeNationalআজ CPM-র সন্দেশখালি অভিযান, থাকছেন সুজন-নিরাপদ, প্রশাসন ফের জারি করল ১৪৪ ধারা 

আজ CPM-র সন্দেশখালি অভিযান, থাকছেন সুজন-নিরাপদ, প্রশাসন ফের জারি করল ১৪৪ ধারা 

- Advertisement -

মহানগর ডেস্ক : আজ সোমবার বামেদের সন্দেশখালি অভিযান। তবে আজই সন্দেশখালিতে ৩টি জায়গায় প্রশাসনের তরফে জারি করা হল ১৪৪ ধারা। আজ থেকে বুধবার পর্যন্ত এই ১৪৪ ধারার নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন।

এদিকে আজ সোমবার সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হয় সন্দেশখালিতে। সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।  সিপিএম সূত্রে জানা গিয়েছে, প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।মিছিলের পর সভা হবে সন্দেশখালিতে। রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের কোড়াকাটির ধূনচীখালি বাজারে দখল হয়ে যাওয়া পার্টি অফিস, ১২ বছর পর পুনরুদ্ধার করেছে সিপিএম। তবে আজ সিপিএমকে সর্বশক্তি দিয়ে প্রশাসন আটকে দেওয়ার ব্যবস্থা করেছে।

এই প্রসঙ্গে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার বলেন, “২০১১ সালের পর থেকে সন্দেশখালিতে ধারাবাহিকভাবে তৃণমূল লালঝাণ্ডার উপরে তারা আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবীকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসল। আমাদের লাল ঝাণ্ডার যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলো তারা দখল করে নেয়।” এখন দেখার সিপিএমের এই কর্মসূচি তারা আজ সফল করতে পারে কি না। যদিও আদালতের নির্দেশে রবিবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সভা করেছেন ন্যাজাটে।

Most Popular