Home National Toddler Bathed With Boiling Milk: ধর্মীয় রীতি মেনে ফুটন্ত গরম দুধে স্নান, ছটফটিয়ে মারা গেল শিশু!

Toddler Bathed With Boiling Milk: ধর্মীয় রীতি মেনে ফুটন্ত গরম দুধে স্নান, ছটফটিয়ে মারা গেল শিশু!

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক:ধর্মীয় রীতি,আচারের নামে জঘন্য কুসংস্কার! আর সেই ধর্মীয় রীতি আচারের বলি হল এক দুধের শিশু। যোগী রাজ্যের বালিয়া জেলার (Balia District Of UttarPradesh) শ্রাবণপুরে ধর্মীয় রীতির অঙ্গ হিসেবে একটি শিশুকে ফুটন্ত গরম দুধে স্নান (Toddler Bathed With Boiling Milk)  করানোর পর মৃত্যু হয় শিশুটির। বেনারসের ওই পুরোহিত শিশুকে নিয়ে ধর্মীয় রীতি, সংস্কার করতে গিয়ে ওই কাণ্ড ঘটায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে অনিল ভগত নামে বেনারসের ওই পুরোহিত তাঁর কোলে বসিয়ে একটি পাত্র থেকে ফুটন্ত দুধ শিশুর মুখ, বুক ও সারা শরীরে তা ঢালছেন। শিশুটি চিৎকার করে কাঁদলেও পুরোহিত ধর্মীয় সংস্কার আচার পালন করে চলেছেন নিজের খেয়ালে। ফুটন্ত দুধ গায়ে,মুখে মাখানোর পর শিশুটি একটানা চিৎকার করলেও পুরোহিত তাঁর চালিয়ে যাচ্ছেন।

আর এই রীতি পালন চাক্ষুষ করছেন কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে এই অদ্ভুত রীতি শ্রাবণপুর গ্রামের কাশীদাস বাবা পূজনের আচারের অঙ্গ। যা যাদব সম্প্রদায়ের মধ্যে খুবই পরিচিত। এই যন্ত্রণাদায়ক এবং ক্ষেত্র বিশেষ মারণ রীতি, যা কুসংস্কার ছাড়া কিছু নয়, সাম্প্রতিক সময়ে সাধারণ ঘটনা হিসেবেই চলে আসছে।

এ বছরের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের শাহদল গ্রামে এমন কুসংস্কারের বলি হয় তিন মাসের এক শিশুকন্যা। তাকে কুড়িবার জ্বলন্ত লোহার শিকের ছ্যাঁকা দেওয়ার পর তার মৃত্যু হয়। রোগ নিরাময়ের জন্য এক মহিলা ওঝার নির্দেশেই লোহার শিকের কুড়ি বার ছ্যাঁকা দেওয়া হয়েছিল। এর দিন কয়েক পরে একইধরণের কুসংস্কারের বলি হয় আরেকটি শিশু।

পুলিশ জানিয়েছে অসুস্থ শিশুটিকে এক ওঝার কাছে নিয়ে যায় তার মা। শিশুর অসুখ সারানোর নামে পঞ্চাশ বারেরও বেশি গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়া হয়। গুরুতর জখম আড়াই বছরের শিশুকন্যাকে শাহদল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। বুলন্দশহরেও এক তান্ত্রিক এক বছরের অসুস্থ শিশুর রোগ সারাতে তার দাঁত ভেঙে মাটিতে ছুড়ে ফেলায় শিশুটি মারা যায়।

 

You may also like