মহানগর ডেস্ক: খতম ভারতের ওয়ান্টেড সন্ত্রাসবাদী(Top Lashkar terrorist)। তবে ভারতীয় সেনার হাতে নয় পাক অধিকৃত কাশ্মীরে খুন হয়েছে এই জঙ্গি। শুক্রবার অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে আল-কুদুস মসজিদের ভিতরে লস্কর-ই-তৈবার (LeT) শীর্ষ জঙ্গি কমান্ডারকে গুলি করে খুন করেছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে ওই জঙ্গির নাম রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিম। রিয়াজ আহমদ কোটলী থেকে নামাজ পড়তে আসার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। রিয়াজ আহমেদ ১ জানুয়ারি ধানগরি সন্ত্রাসী হামলার পিছনে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ছিল। রাজৌরি জেলার ধংরি গ্রামে সন্ত্রাসীরা হামলা চালালে এবং নির্বিচারে গুলি চালালে সাতজনের মৃত্যু হয়েছিল এবং ১৩ জন আহত হয়। তারা একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসও রেখে যায়। তবে তার আগেই থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল রিয়াজের।
রিয়াজ(Top Lashkar terrorist) মূলত জম্মু অঞ্চলের বাসিন্দা। ১৯৯৯ সালে সীমান্তের ওপারে আত্মপ্রকাশ করেছিল এই সন্ত্রাসবাদী। পুঞ্চ এবং রাজৌরির দুই সীমান্ত জেলায় সন্ত্রাসবাদের পুনরুজ্জীবনের পিছনে তারই মাথা ছিল। লস্কর কমান্ডারের মৃত্যুতে সন্ত্রাসবাদীরা বড় ধাক্কা খাবে বলেই জানাচ্ছেন সুরক্ষাকর্তারা।