মহানগর ডেস্ক: ঠাণ্ডার হাত থেকে রেহাই পেতে কয়লার উনুন জ্বালিয়ে রাতে ঘুমাতে গেছিলো গোটা পরিবার। কিন্তু তার মাশুল দিয়ে চির নিদ্রায় চলে গেলো তারা। কয়লা থেকে নিঃসৃত গ্যাসের সাথে অক্সিজেন এর মিশ্রণ হবার দরুন শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় পরিবারের ৫ জনের, বাকিরা শঙ্কটজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অমোরোহা জেলার অল্লিপুর ভুড় গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায় ঠাণ্ডার প্রকোপ থেকে বাঁচতে অমরোহার সাইদঙ্গালী থানার অল্লিপর ভুড় গ্রামের বাসিন্দা রহিসুদ্দিন রাতের খাবার খেয়ে কয়লার উনুন জ্বালিয়ে শুয়ে পরেন। পরের দিন সকাল থেকে পরিবারের সদস্যদের সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা ঘটনা স্থলে পৌছলে তারা লক্ষ্য করে সকাল থেকেই বাইরে কাউকে দেখা যাই নি। ঠিক এক ই সাথে জানা যায় তাদের ঘর বা বাড়ি থেকে কোনো রকমের শব্দ পাওয়া যায় নি। সকাল থেকে তাদের না দেখতে পাওয়ার কথা তারা রা বাকি দের জানায়। তারপর উল্লেখ্য ঘটনাটি বাকিদের বললে তরিঘরি সদর দরজা ভেঙ্গে ঢুকে পড়ে তারা। দেখা যায় ভিতরে বাড়ির সকলেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তৎক্ষনাৎ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে ৫ জন কে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি ২ জন এর চিকিৎসা চলছে।