Home National বাংলা ছাড়াও অন্য তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল

বাংলা ছাড়াও অন্য তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল

by Mahanagar Desk
73 views

মহানগর ডেস্কঃ সর্বভারতীয় তকমা ঘুচে গিয়েছে আগেই। তবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পিছুপা হবে না বলেই সাফ জানিয়েছে  তৃণমূল। এবার শোনা যাচ্ছে রাজ্যের বাইরে একাধিক রাজ্যে লোকসভা ভোটে প্রতিদ্বন্দিতা করতে পারে বাংলার শাসকদল।

বাংলায় ৪২ আসনে ভোটযুদ্ধের পাশাপাশি তৃণমূল মেঘালয়, অসম সহ উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দিতা করতে চলেছে বাংলার শাসকদল।অসমে একের পর এক কংগ্রেস নেতা সহ বিধায়কেরা বিজেপিতে যোগ দেওয়ায় স্বভাবতই কংগ্রেসের জোড় কমছে সেখানে। সেই ফাঁকেই তৃণমূল সেই শূন্যস্থান ভরাট করতেই ঘুঁটি  সাজাচ্ছে আসন্ন লোকসভা ভোট উপলক্ষ্যে। এবার অসমের ১৪টির মধ্যে ২ টি আসনে প্রার্থী দিতে পারে ঘাসফুল শিবির। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব বলেছেন,” আমরা লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে ইতিমধ্যেই এক সিদ্ধান্ত জানিয়েছি। বিজেপির বিরুদ্ধে আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না”।

অপরদিকে, মেঘালয়ে তৃণমূল নিজেদের সেখানকার প্রধান শক্তি বলে দাবী করছে। সেই সূত্রেই এই রাজ্যেও তৃণমূল তাঁর সর্বশক্তি প্রয়োগ করবে বলেই খবর সুত্রেই। এবং উত্তর প্রদেশের ক্ষেত্রেও তৃণমূলের ভোতযুদ্ধ জারি থাকবে বলেই জানা যাচ্ছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশ ত্রিপাঠি তৃণমূলের হয়ে আসন রফা করবে বলেই সম্ভাব্য খবর। এবার বাংলা বাদেও আর কোনো রাজ্যে মমতা বন্দোপাধ্যায় বা অভিষেক বন্দোপাধ্যায় ভোট প্রচারে যান কিনা সেটাই এখন দেখার।

You may also like