Home National জম্মু-কাশ্মীরে গ্রেফতার ২ লস্কর জঙ্গি! উদ্ধার বিপুল  অস্ত্রশস্ত্র

জম্মু-কাশ্মীরে গ্রেফতার ২ লস্কর জঙ্গি! উদ্ধার বিপুল  অস্ত্রশস্ত্র

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা  দুই জঙ্গি । জম্মু ও কাশ্মীরের বারামুলা থেকে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার ওই দুই জঙ্গি সংগঠনের সদস্যদের কাছ থেকে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের বারামুলার উরি এলাকায় লস্কর সংগঠনের দুই জঙ্গি সংগঠনের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন জাইদ হাসান মালা এবং মহম্মদ আরিফ চান্না। তাঁরা দু’জনেই বারামুলার বাসিন্দা। সীমান্তে অস্ত্রপাচারে তারা জড়িত বলে দাবি তদন্তকারীদের। তিনি আরোও বলেন, তাদের কাছ থেকে পিস্তল, পিস্তলের দু’টি ম্যাগাজিন, দু’টি পিস্তল সাইলেন্সর, পাঁচটি চিনা গ্রেনেড।

বৃহস্পতিবার উরি এলাকায় পরানপিলান ব্রিজে তল্লাশি চালাচ্ছিল সেনা এবং পুলিশ। সেই সময় দুই যুবককে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সেনা এবং পুলিশকে দেখামাত্রই ছুটে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। পরে তাঁদের গ্রেফতার করা হয়। ইউএ (পি) এবং অস্ত্র আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রসঙ্গত, অনন্তনাগের কোকরনাগে জঙ্গিদমন অভিযানে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনার এক মেজর, রাষ্ট্রীয় রাইফেলসের এক কমান্ডিং অফিসার এবং কাশ্মীর পুলিশের এক ডিএসপি।

You may also like