মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলে অশান্তি। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলো দুই বোন। উত্তরপ্রদেশের পিলিভীটের ঘটনা। মৃত দুই বোনের মধ্যে একজনের বয়স ১৮ বছর এবং অন্যজন ২০ বছর। তাদের বাবা-মায়ের মধ্যে ঘন ঘন ঝগড়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিল দুজনে। তাই এই চরম সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ওই দুই বোনের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, রবিবার উত্তরপ্রদেশের পিলভিটে জেলায় পুরানপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মা বাবার মধ্যে প্রত্যেকদিন অশান্তি ঝগড়াঝাঁটি হতো। এদিনও তার ব্যতিক্রম হয়নি। অবশেষে প্রতিদিনের অশান্তি সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিলো দুই বোন। বিষ খেয়ে দুজনে আত্মঘাতী হয় বলে জানা গিয়েছে।
এলাকার সার্কেল অফিসার অলোক সিং জন্য, “রবিবার সন্ধ্যায় স্থানীয় কর্পোরেটর অসীম রাজার মেয়ে কাশিশ (২০) এবং তার বোন মুন্নি (১৮) বিষ খায়। তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়।”
পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে যে, প্রথম দিকে আত্মঘাতী দুই বোনের বাবা মা এই বিষয়ে পুলিশকে কোনো হস্তক্ষেপ করতে দেয়নি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে।