মহানগর ডেস্ক: যোগীরাজ্যে পুলিশের অমানবিক ঘটনা ফের প্রকাশ্যে এল। ওই রাজ্যের হরদই জেলায় দুই মহিলা পুলিশ অফিসার এক বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে (Woman Police Dragged Woman) টানতে টানতে নিয়ে গেল এসপি অফিসের সামনে। ওই মহিলাকে টানতে টানতে নিয়ে যাওয়ার দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এসপি কেশবচন্দ্র গোস্বামী বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ভিডিওয় দেখা গিয়েছে এক মহিলাকে অমানবিকভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে দুই মহিলা পুলিশ। এসপির অফিসের সামনে টানতে টানতে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়।
ভিডিওয় দেখা যায় হাঁটতে হাঁটতে মহিলাটি প্রতিবাদ জানিয়ে বসে পড়ছে। তারপরই দুজন পুলিশ অফিসারের একজন তার পা ধরে টানতে টানতে নিয়ে যায়। জানা গিয়েছে বিশেষ ক্ষমতাসম্পন্ন ওই বিবাহিতা মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এসপির অফিসে এসেছিল। পুলিশ জানিয়েছে অভিযোগ না জানিয়ে সে এসপির অফিসের দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিল। তাকে রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়ার ঘটনা অনেকেরই সামনে ঘটে। দেখা যায় সে কিছুতেই পুলিশের সঙ্গে যেতে রাজি নয়। তারপরই তার হাত পা ধরে টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় দুই পুলিশ অফিসারকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দেয়।