Home National BJP Leader Uma Bharati: তিনি মোদীর থেকে চনমনে তারুণ্যে ভরপুর, দলের জন আশীর্বাদ যাত্রায় ডাক না পাওয়ায় বিস্ফোরক উমা ভারতী

BJP Leader Uma Bharati: তিনি মোদীর থেকে চনমনে তারুণ্যে ভরপুর, দলের জন আশীর্বাদ যাত্রায় ডাক না পাওয়ায় বিস্ফোরক উমা ভারতী

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: নিজের রাজ্যে দলের জন আশীর্বাদ যাত্রায় তিনি ব্রাত্য। যে রাজ্যে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই রাজ্যে এত বড় যাত্রায় দল তাঁর দিক থেকে মুখ ফেরানোয় ক্ষোভে ফেটে পড়েছেন উমা ভারতী (BJP Leader Uma Bharati)। সোমবার ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন তিনি বিজেপির পোস্টার গার্ল হতে চাননি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে উমা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অনেক কম বয়েসি। এখনও যথেষ্ট তারুণ্যে ভরপুর রয়েছেন। আগামী পনেরো থেকে কুড়ি বছর তিনি হেসেখেলে কাজ করতে চান।

স্পষ্ট জানান তিনি পোস্টার গার্ল হতে চান না। রীতিমতো ক্ষোভ উগড়ে বলেন তাঁকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। এখানেই থেমে থাকেননি গেরুয়া শিবিরের সন্যাসিনী নেত্রী। বলেছেন, এও হতে পারে তিনি যদি মহা মিছিলে থাকেন,তাহলে তাঁর দল স্নায়ুর চাপে পড়ে যাবে। তিনি মহা মিছিলে যোগ দিলে সমস্ত মানুষের নজর তাঁর দিকেই থাকবে।

এ কারণে বিজেপি নার্ভাস হয়ে পড়েছে। উমা বলেন,২০২০ সালে সরকার গড়ার ব্যাপারে যদি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলকে সাহায্য করে থাকেন, কিন্তু তিনি ২০০৩ সালে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ায় সাহায্য করেছিলেন। এ সপ্তাহের শুরুতে বিজেপির জন আশীর্বাদ যাত্রা শুরু হওয়ার কথা। যাত্রা রাজ্যের পাঁচটি জায়গা থেকে শুরু হবে। যাত্রার উদ্বোধন করবেন দলের সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রবীণ নেতারা।

আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যের মানুষের কাছে পৌঁছতে তিনটি যাত্রা ভোপালে পৌঁছনোর আগে বিন্ধ্য,মহাকৌশল,মালওয়া, গোয়ালিয়র-চম্বল ও বুন্দেলখণ্ড প্রদক্ষিণ করবে বলে বিজেপির মুখপাত্র সংবাদসংস্থাকে জানিয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোট প্রসঙ্গে বিজেপি নেত্রী জানান তিনি বিশ্রাম চেয়েছিলেন। কিন্তু কখনও বলেননি আসন্ন লোকসভা ভোটে থাকবেন না বা দলের হয়ে কোনও কাজ করবেন না।

উমা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে চলবেন। ভোটের কাজে অংশ নেবেন। শুধু বর্তমান মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে দলের কাজকর্ম, প্রচারে যোগ দেবেন। ২০১৮ সালে উমা জানিয়েছিলেন স্বাস্থ্যের কারণে তিনি আগামী তিন বছর ভোটে লড়বেন না। তবে এও জানিয়েছিলেন তিনি কোনওভাবেই রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved