Home National Union Minister Threats: সনাতন ধর্মের বিরুদ্ধে যাঁরা কথা বলবেন, তাঁদের জিভ আর চোখ উপড়ে নেওয়া হবে, জনসভায় হুমকি কেন্দ্রীয়মন্ত্রীর

Union Minister Threats: সনাতন ধর্মের বিরুদ্ধে যাঁরা কথা বলবেন, তাঁদের জিভ আর চোখ উপড়ে নেওয়া হবে, জনসভায় হুমকি কেন্দ্রীয়মন্ত্রীর

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে ডিএমকের মন্ত্রী উদয়ানিধি স্ট্যালিনের বিতর্কিত মন্তব্যের পর থেকেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে নিন্দা,সমালোচনার ঝড়। ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই ধর্মীয় সংগঠনগুলিও। বিরোধী জোট ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক নেতার এহেন বিস্ফোরক মন্তব্য নিয়ে সমালোচনার মধ্যে আসরে নেমে পড়েছে বিজেপিও।

এবার তাদের কেন্দ্রীয়মন্ত্রীর হুঁশিয়ারি, (Union Minister Threats) যারা সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিভ এবং জিভ উপড়ে ফেলা হবে। কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের এই হুঁশিয়ারি শোনা গিয়েছে রাজস্থানের বারমেরে, সেখানে ভোটের প্রচারাভিযান পরিকল্পনা সঙ্কল্প যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে শেখাওয়াত বলেছেন কিছু মানুষ আমাদের পূর্ব পুরুষদের জীবনের বিনিময়ে রক্ষা করা সনাতন ধর্মকে শেষ করতে চাইছে। রীতিমতো হুমকির সুরে মন্ত্রী বলেন, তাঁরা কোনওভাবেই এসব সহ্য করবেন না।

তাঁর হুঁশিয়ারি, যারা সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিভ টেনে উপড়ে নেওয়া হবে। ঘৃণার চোখে তাকালে তাদের চোখ উপড়ে নেওয়া হবে প্রকাশ্য সভায় গর্জে ওঠেন। এরপরই তিনি রাজনীতির বিষয়টিকে সামনে আনেন। বলেন, যাঁরা সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, তাঁরা দেশে রাজনীতিতি নিজের প্রতিষ্ঠিত করতে পারবেন না। এদিকে এআইএমআইএমের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসি শেখাওয়াতের হুমকি দেওয়া ভিডিও এক্সে পোস্ট করে লেখেন জি টুয়েন্টি শেষ হওয়ার পর এবং তাঁর ঘোষণার কোনও প্রাসঙ্গিকতাও নেই। তাঁর মন্ত্রিসভার সদস্য হিংসাকে মদত দিচ্ছেন। এখন এটা খোলা অধিবেশন ছাড়া কিছু নয়।

অন্যদিকে উদয়ানিধি এবং অভিনেতা প্রকাশ রাজের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। রীতিমতো চ্যালেঞ্জের সুরে প্রজ্ঞা বলেন, কারো ক্ষমতা নেই সনাতন ধর্মকে শেষ করার ক্ষমতা নেই। উদয়ানিধি বা প্রকাশ রাজের মতো অভিনেতা, যাঁরা সনাতন ধর্মের বিরুদ্ধে এমন কথা বলেন, তাঁরা নায়ক নন। তাঁরা খলনায়ক। জানেনই না তাঁদের কোনও ধারণাই নেই তাঁরা কী করছেন। যাঁরা সনাতন ধর্মকে কুষ্ঠ,ম্যালেরিয়া, ডেঙ্গু বা এইডসের সঙ্গে তুলনা করেন, তাঁদের এই সব রোগে ভোগা উচিত। ঈশ্বরের কাছে তাঁর এটাই প্রার্থনা।

You may also like