Home National UP Bi-Election: যোগী রাজ্যের উপনির্বাচনে প্রথম অ্যাসিড টেস্ট ইন্ডিয়া জোটের?

UP Bi-Election: যোগী রাজ্যের উপনির্বাচনে প্রথম অ্যাসিড টেস্ট ইন্ডিয়া জোটের?

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: যোগী রাজ্যের ঘোসি উপনির্বাচনে জেতা-হারা শাসক বিজেপির ওপর প্রভাব না ফেললেও চব্বিশের ভোটের কথা মাথায় রেখে এই লড়াই প্রথম অ্যাসিড টেস্ট হতে চলেছে আঠাশ দলের ইন্ডিয়া জোটের। এই উপনির্বাচনে কংগ্রেস,রাষ্ট্রীয় লোকদল, আপনাদল (কামেরাওয়াদি) ও বামেরা একযোগে সমর্থন জানাচ্ছে সমাজবাদী প্রার্থীকে।

সংবাদমাধ্যমকে সপার সুপ্রিমো অখিলেশ যাদব রীতিমতো ঘোষণার সুরে বলেছেন, ঘোসির মানুষ তাঁদের দলের প্রার্থীকে রেকর্ড ভোটে জেতানোর ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। ঘোসিতে বিজেপির জন্য কিছু পড়ে নেই। কারণ সেখানকার মানুষ তাঁদের প্রার্থী সুধাকর সিং, যিনি সাধারণ মানুষের স্বার্থ দেখে থাকেন, তাঁকে জেতানোর ব্যাপারে একরকম বদ্ধ পরিকর। তাঁরা সপার প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাবেন।

একইসঙ্গে শাসক বিজেপিকে এক হাত নিতে ছাড়েননি অখিলেশ। আক্রমণ শানিয়ে বলেছেন, ঘোসি আসন ফের জেতার জন্য বিজেপি তাদের হেভিওয়েট নেতাদের প্রচারে শামিল করেছে। তাঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি প্রচারে এসে বিতর্কিত ভাষণ দিয়েছেন। তবে যে মন্ত্রীই ঘোসিতে যান না, ভোটের ফল বদলাবে না। উল্টে বিজেপিকে কেন্দ্রে দশ বছর ও উত্তরপ্রদেশে ছ বছরের শাসন নিয়ে জবাব দিতে হবে। এই সময়ে কী উন্নয়ন তারা করতে পেরেছে? প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো।

রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে ঘোসি উপনির্বাচনের ফল বিজেপির ওপর প্রভাব ফেলবে না। তবে নতুন তৈরি হওয়া ইন্ডিয়া জোটের পক্ষে এই উপনির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ মানুষ আঠাশ দলের জোটকে কতটা মেনে নিয়েছেন, তার একটা নমুনা পাওয়া যেতে পারে। আপাতত সেদিকে নজর জোটের।

You may also like