Home National UP BJP MP Controversy: যোগীরাজ্যে মহিলা বিধায়কের কাঁধে বিজেপি সাংসদের অশোভন স্পর্শ,ভাইরাল ভিডিও!

UP BJP MP Controversy: যোগীরাজ্যে মহিলা বিধায়কের কাঁধে বিজেপি সাংসদের অশোভন স্পর্শ,ভাইরাল ভিডিও!

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: মহিলা বিধায়কের শরীরে আপত্তিকর স্পর্শ যোগীরাজ্যের বিজেপি সাংসদের (UP BJP MP Controversy)। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্ক, সমালোচনার ঝড় শুরু হয়েছে। আলিগড়ে একটি অনুষ্ঠানে মঞ্চে থাকা মহিলা বিধায়কের কাঁধে অশোভনভাবে  হাত রাখতে বিজেপি সাংসদ সতীশ গৌতমকে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নিন্দা,সমালোচনায় ফুটছে রাজনৈতিক মহল।

সাংসদ ওই মহিলা বিধায়কের কাঁধে অশোভন ও আপত্তিকরভাবে স্পর্শ করার পর মহিলা বিধায়ককে দৃশ্যতই অপ্রস্তুত দেখিয়েছে। এরপরই সাংসদের পাশের আসন ছেড়ে তাঁকে মঞ্চের অন্যত্র অন্য একটি আসনে বসতে দেখা যায়। অনুষ্ঠানটি হয় পঁচিশে সেপ্টেম্বর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিজেপি সাংসদকে ঘিরে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। যদিও ভিডিওটি যাচাই করে দেখেনি মহানগর ২৪X৪ লাইভ।

শ্রীরাম ব্যাঙ্কোয়েট হলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হচ্ছিল বিধায়ক অনিল পরাশরের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী, প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতী, বিজেপির কার্যনির্বাহী সদস্য পুনম বাজাজ, জেলা পঞ্চায়েত সভাপতি বিজয় সিং সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ওই মহিলা বিধায়ক। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায় বিজেপি সাংসদ সতীশ গৌতম ওই মহিলা বিধায়কের কাঁধে হাত রেখেছেন, যাতে তিনি রীতিমতো অস্বস্তি বোধ করছেন। তারপরই তাঁকে আসন বদলে অন্য আসনে গিয়ে বসতে দেখা যায়। সেসময় বিজেপির বিধায়ক বারাউলি জয়বীর সিংকে ওদিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়ে ওঠেন বিরোধীরা। কংগ্রেসের ন্যাশনাল মিডিয়া প্যানেলিস্ট সুরেন্দ্র রাজপুত বিজেপি সাংসদের আচরণের সমালোচনা করে বলেন, এটই সংস্কৃতি সম্পন্ন বিজেপির পরিচয়। নিন্দা করেছে কেরলের কংগ্রেসের সেবাদলও। তাদের মতে ওই ঘটনায় স্পষ্ট হয়েছে অশোভন আচরণের শিকার ওই মহিলা বিধায়ককে বিজেপি সাংসদের আচরণের প্রতিবাদ করতে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved