Home Crime UP Government Teacher Committed Suicide: ক্রিকেট বেটিংয়ে জড়িয়ে সর্বস্বান্ত, আত্মঘাতী সরকারি স্কুলের শিক্ষক

UP Government Teacher Committed Suicide: ক্রিকেট বেটিংয়ে জড়িয়ে সর্বস্বান্ত, আত্মঘাতী সরকারি স্কুলের শিক্ষক

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মর্মান্তিক! ক্রিকেট বেটিংয়ের ফাঁদে পড়ে আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশের ললিতপুরের একটি সরকারি স্কুলের শিক্ষক (UP Government Teacher Committed Suicide)। আত্মঘাতী শিক্ষক ক্রিকেট বেটিংয়ে কয়েক লক্ষ টাকা খুইয়েছেন। তাঁকে টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছিল বুকি। তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্যই রোজই জোরাজুরি করছিল সে। মানসিক চাপ সহ্য করতে না পেরে চরম পথ বেছে নেন শিক্ষক।

আত্মঘাতী শিক্ষকের ভাই বুকির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছেন বুকি তাঁর দাদাকে মোবাইলে মেসেজ এবং ফোন করে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। শুধু দাদা নয়, তাঁকেও টাকার জন্য বুকির চাপ সহ্য করতে না পেরে দাদা আত্মহত্যা করেন বলে অভিযোগ করেছেন তাঁর ভাই। মৃত শিক্ষকের নাম চন্দ্রশেখর বলে জানা গিয়েছে। তিনি জালাউনের পিন্ডারি গ্রামে থাকতেন। বেটিং ব্যবসা সারাদেশ জুড়ে রমরম করে চলছে। বুকিরা বেটিংয়ে যাঁরা হারেন,তাঁদের টাকার জন্য চাপ দিয়ে থাকে। তাঁদের কাছ থেকে টাকা আদায় করতে নিগ্রহ ও মারধর করে থাকে।

মৃত শিক্ষকের ভাই জানিয়েছেন তাঁর দাদা বেটিংয়ে আসক্ত হয়ে পড়েছিলেন। আইপিএল ও অন্যান্য টুর্নামেন্টে বেটিং করতেন। মৃত শিক্ষকের ভাই আরও জানিয়েছেন বেটিংয়ে হারার পর তিনি ১৬ লক্ষ টাকায় রফা করেন। কিন্তু টাকা মেটানোর পর বুকি সুদের জন্যও চাপ দিতে থাকে। সুদ সমেত সেই টাকাও বুকিকে দেওয়া হয়। তাঁর দাদা ভবিষ্যতে বেটিংয়ে জড়াবেন না বলে প্রতিজ্ঞা করেন। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।    

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved