Home National UP Police Arrested Coaching Teacher: যোগী রাজ্যে কোচিং শিক্ষকের স্কুটারে পিস্তল রেখে অস্ত্রপাচারের মামলায় গ্রেফতার

UP Police Arrested Coaching Teacher: যোগী রাজ্যে কোচিং শিক্ষকের স্কুটারে পিস্তল রেখে অস্ত্রপাচারের মামলায় গ্রেফতার

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: স্কুটার থেকে পিস্তল উদ্ধারের পর এক কোচিং শিক্ষককে অস্ত্রপাচারের অভিযোগে গ্রেফতার করল উত্তরপ্রদেশের পুলিশ (UP Police Arrested Coaching Teacher)। যদিও সিসিটিভিতে দেখা যায় এক পুলিশ কর্মীকে কোচিং শিক্ষকের স্কুটারে পিস্তলটি রেখে দিতে। তবে সিসিটিভিতে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়নি। শিক্ষকের বোন মিরাট ইনস্পেক্টর জেনারেলের বাড়ির বাইরে সারারাত বসে তাকে ঘটনা জানানোর জন্য অপেক্ষা করে। যদিও তাকে অনুমতি দেওয়া হয়নি।

শেষমেশ আইজির অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হয়।  এরপর পনেরো ঘণ্টা পর শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে ওই এলাকায় একটি পরিবারের সঙ্গে কোচিং শিক্ষকের পরিবারের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। অন্য পরিবারের লোকজনের অনুরোধে দুই পুলিশ কনস্টেবল কোচিং শিক্ষকের স্কুটারে পিস্তলটি রেখে দেয়। তাঁকে অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দুই কনস্টেবলকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভ ফুটেজে দেখা যায় মঙ্গলবার রাত আটটার কাছাকাছি দুজন কনস্টেবলকে কোচিং সেন্টারের দরজা খুলে কোচিং শিক্ষক অমিত ত্যাগীর বাড়িতে ঢুকতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন পুলিশ কনস্টেবল একটি পিস্তল কোচিং শিক্ষকের স্কুটারে রাখছে। তারপরই কোচিং শিক্ষককে কোচিংয়ের ক্লাসরুম থেকে গ্রেফতার করে খারখোদা থানায় নিয়ে যায়।  থানায় গিয়ে তারা জানায় পিস্তলটি তাঁর স্কুটার থেকে পেয়েছে। এরপর অস্ত্রপাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করে।

কোচিং শিক্ষকরে বোন তার নবজাত সন্তানকে কোলে নিয়ে মিরাট ইনস্পেক্টর জেনারেলের অফিসের সামনে ভিডিও নিয়ে ছুটে যায়। তাঁকে ভিডিওটি দেখানোর জন্য অনুমতির জন্য বারবার বলে। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। সেখানেই একই চত্বরে থাকা আইজির অফিস থেকে তাকে অনুমতি দেওয়ার আশায় শিক্ষকের বোন অপেক্ষা করতে থাকে। শেষপর্যন্ত তাকে বুধবার আইজির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। ভিডিওটি দেখানোর পর সে ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর কোচিং শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। এসপি (গ্রামীণ) জানান ওই দুই পুলিশ কর্মীর আচরণ সন্দেহজনক মনে হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved