Home National Uprooting Naxalism: আগামী দু’বছরের মধ্যে দেশ থেকে মাওবাদীরা পুরোপুরি বিনাশ হবে, দাবি অমিত শাহের

Uprooting Naxalism: আগামী দু’বছরের মধ্যে দেশ থেকে মাওবাদীরা পুরোপুরি বিনাশ হবে, দাবি অমিত শাহের

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: দু বছর অপেক্ষা করুন। দেশ থেকে চরম উগ্রপন্থা এবং মাওবাদীরা বরাবরের জন্য মুছে যাবে (Uprooting Naxalism)। দেশের রাজধানীতে বাম উগ্রপন্থার বাড়বাড়ন্ত নিয়ে এক পর্যালোচনা বৈঠকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন যে রাজ্যে মাওবাদী প্রভাব রয়েছে, সেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে,উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলির তরফে অংশগ্রহণকারী প্রতিনিধি এবং কেন্দ্র ও রাজ্যের প্রবীণ অফিসারদের উদ্দেশ্য শাহ জানান ২০২২ সালে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে খুবই কম মাত্রায় হিংসা ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

মাওবাদী সন্ত্রাসকে দেশ থেকে পুরোপুরি দূর করার লক্ষ্যে রোডম্যাপ প্রস্তুত করা এবং এতদিন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে এই বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী বিষয়কমন্ত্রী অর্জুন মুণ্ডা, কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী চৌবে এবং প্রতিমন্ত্রীরা। ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-সহ প্রশাসনের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। বৈঠকের সূচনা করে কেন্দ্রের তরফে সমস্ত প্রতিনিধিকে স্বাগত জানিয়ে বৈঠক সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ জানানো হয়। মাওবাদী অধ্যুষিত এলাকার পর্যালোচনার ব্যাপারে শেষ বৈঠকটি হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। শুক্রবার বৈঠকে যোগ দেওয়ার আগে অমিত শাহ এক্সে মাওবাদকে দেশের পক্ষে অভিশাপ বলে বর্ণনা করে তাঁর মতামত জানান। লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মাওবাদকে গোড়া থেকে উপড়ে ফেলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।

You may also like