মহানগর ডেস্ক: ভারতে বসেছে চাঁদের হাট। G20 সম্মেলনে যোগ দিতে বিশ্বের সমস্ত বড় বড় নেতারা রয়েছেন ভারতেই। তবে মার্কিন প্রেসিডেন্ট ভারতে এসেছেন সম্মেলনের একদিন আগেই। শুধু তাই নয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেরেছেন একান্তে বৈঠকও। জানা যাচ্ছে ভারত-আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে চলা ডব্লুটিও সমস্যা আর এবার সমাপ্তি ঘটতে চলেছে মোদী-বাইডেন বৈঠকের মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি -২০ সামিটে যোগ দিতে শুক্রবার সন্ধেয় ভারতে আসার পর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকে দুপক্ষই সিদ্ধান্ত নিয়েছে ডব্লটিও সমস্যা মিটিয়ে নেওয়ার। আমেরিকার কৃষি পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমাবে ভারত।
ভারতের পাশে দাঁড়িয়ে পরিষদে সংস্কার চেয়ে সরব হয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইরের এই বার্তা যে চিনের দিকেই গিয়েছে তা আর বুঝতে বাকি নেই কার। অন্যদিকে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়েও এদিন মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়। এককথায় বলতে গেলে ভারতের পাশে আমেরিকা রয়েছে, সেই বার্তায় দিয়েছেন বাইডেন। নমো তাঁর “এক্স” হ্যান্ডেলে বলেন, “সাত লোক কল্যাণ মার্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে পেরে আনন্দ বোধ করছি। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যা ভারত এবং আমেরিকার মধ্যে আর্থিক সম্পর্ককে আরও মজবুত করবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও মজবুত হবে। বিশ্বের মঙ্গলের জন্য আমাদের দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
আরও পড়ুন: ভারতের সঙ্গে রক্তের আর চিন-বাংলাদেশের সম্পর্ক একান্তই বাণিজ্যিক: হাসিনা
বাইডেন বৈঠকএর পর তাঁর এক্স হ্যান্ডেলে বাইডেন লেখেন, “হ্যালো দিল্লি। এই বছরের জি২০-র জন্য ভারতে এসে দারুণ লাগছে”। জি-২০ সম্মেলনের আগে এই বৈঠক ভারত ও আমেরিকার বন্ধুত্বকে আরও মজবুত করল বলেই মনে করছে কূটনৈতিক মহল। বলাই বাহুল্য যে ভারতের প্রতিনিধিত্বর এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।