Home National মোদী-বাইডেন বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা, কী কী থাকছে বিষয়বস্তু

মোদী-বাইডেন বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা, কী কী থাকছে বিষয়বস্তু

by Mahanagar Desk
6 views

 

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে আসছেন।নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে।বহুপাক্ষিক বিনিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে দুই শীর্ষ নেতার বৈঠকে। অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলি ছাড়াও বৈঠকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ উঠতে পারে ,এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে।এছাড়াও, দারিদ্রতা মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও স্থান পেতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জানিয়েছেন,”জি-২০ভুক্ত দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।সেই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কের সংস্কারের মতো বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। জোর দেওয়া হতে পারে ইন্দো-প্যাসিফিক জুড়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিতেও।”

কিরবি আরও বলেছেন,”দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি নিয়ে আরও আলোচনা হতে পারে।সেক্ষেত্রে প্রতিরক্ষা থেকে শুরু করে শিক্ষা সহ একাধিক বিষয় স্থান পাওয়ার সম্ভাবনা। এর আগে, ২০২৩ সালটি ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর বলে দাবি করেছিল মার্কিন প্রশাসন। গত জুলাই মাসে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদী-বাইডেন বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।”

You may also like