Home National মা পেয়েছেন বিজেপির টিকিট, বরুণ গান্ধী কি যোগ দিচ্ছেন কংগ্রেসে? যা প্রস্তাব দিলেন অধীর চৌধুরী

মা পেয়েছেন বিজেপির টিকিট, বরুণ গান্ধী কি যোগ দিচ্ছেন কংগ্রেসে? যা প্রস্তাব দিলেন অধীর চৌধুরী

by Shreya Maji
53 views

 মহানগর ডেস্ক:  রাজনীতিতে কখন কি হয় তা বলা খুব মুশকিল। বিজেপি উত্তরপ্রদেশের পিলিভীতের বর্তমান সাংসদ বরুণ গান্ধীকে লোকসভা প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়ার পরে, কংগ্রেস তাকে একটি প্রস্তাব দিয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার বলেছেন যে বরুণ গান্ধীকে গ্র্যান্ড ওল্ড পার্টিতে যোগ দেওয়ার জন্য ‘মোস্ট ওয়েলকাম’।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, অধীর চৌধুরী অভিযোগ বলেছেন, বিজেপি ৪৪বছর বয়সীকে বরুণকে ভোটের প্রতিযোগিতা থেকে বাদ   দিয়েছে কারণ কারণ হল তিনি গান্ধী পরিবারে। প্রদেশ কংগ্রেস সভাপতি  অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “তাঁর (বরুণ গান্ধী) কংগ্রেসে যোগ দেওয়া উচিত। তিনি যোগ দিলে আমরা খুশি হব। তিনি একজন দীর্ঘ সময়ের নেতা এবং একজন সুশিক্ষিত রাজনীতিবিদ। তাঁর ভাবমূর্তি স্বচ্ছতা প্রকাশ করে, এবং গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এই কারণেই বিজেপি তাকে টিকিট দেয়নি। আমরা চাই বরুণ গান্ধী এখন কংগ্রেসে যোগ দিন।”

উল্লেখ্য, বিজেপি রবিবার (২৪ মার্চ) লোকসভা প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে এবং উত্তরপ্রদেশের পিলিভীত আসন থেকে বর্তমান সাংসদ বরুণ গান্ধীকে বাদ দিয়েছে। তবে সুলতানপুর আসন থেকে তার মা মেনোকা গান্ধীকে বিজেপি টিকিট  দিয়েছে। প্রাক্তন কংগ্রেস নেতা, জিতিন প্রসাদা, যিনি  ২০২১ সালে বিজেপিতে জপগ দিয়েছিলেন বরুণ গান্ধীর জায়গায় পিলিভীত থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। এখন এটাই দেখার টিকিট না পাওয়ার পর কংগ্রেসের দাকে সাড়া দিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন কিনা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved