HomeNationalVideo Recording Of Suicide: নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার আগে ভাইরাল ভিডিওয়...

Video Recording Of Suicide: নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার আগে ভাইরাল ভিডিওয় বোনের বিয়ের আর্জি যুবকের!

- Advertisement -

মহানগর ডেস্ক: শুধু রুদ্ধশ্বাস কিংবা মর্মান্তিকই নয়, এমন ঘটনার ভিডিও বুকের ভেতর থেকে সমস্ত দুঃখ যেন এক লহমায় নিংড়ে নিয়ে আসে। যে ভিডিওটির কথা বলা হচ্ছে, সেই ভিডিওটিতে নদীতে ঝাঁপ দেওয়ার কয়েক সেকেন্ড আগে রেকর্ড করা হয়েছে। যা দেখে যে কারোরই মুখের কথাও যেন হারিয়ে যেতে বাধ্য। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের একটি যুবকের নদীতে ঝাঁপ দিয়ে জীবন শেষ করার ঠিক আগের দৃশ্যটি রেকর্ড করা হয়েছে ভিডিওটিতে।

সোশ্যাল মিডিয়ায় শরীর-মন হিম করা সেই ভাইরাল ভিডিওটিতে যুবকটি ক্যামেরার সামনে সবাইকে তার বোনের যাতে ভালোভাবে বিয়ে হয়, তার আবেদন জানিয়েছে। জানিয়েছে তার চেনা কয়েকজনের কাছে জমা থাকা টাকায় যেন বিয়েটা হয়। জানা গিয়েছে আম্বেদকরনগর এলাকার কাছে জাহাঙ্গিরগঞ্জে বিধার সেতুতে যুবকটি মোটর বাইক নিয়ে এসেছিল। পরে রাস্তার ধারে বাইকটিকে দাঁড় করিয়ে সে ছবি তোলা শুরু করে। ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে যুবকটি জানায় কয়েকজনের কাছে তার টাকা আটকে রয়েছে। এখনও পর্যন্ত সে দু লক্ষ চল্লিশ হাজার টাকা জোগাড় করে উঠতে পারেনি।

তার পরিবারের সদস্যদের কাছে যুবকটি অনুরোধ করেছে তার আত্মহত্যার ভিডিও দেখে তারা যেন তার টাকা আদায় করে বড় করে বোনের বিয়ের ব্যবস্থা করে। মন অবশ করা ভিডিওয় তাকে বলতে শোনা তার একটা কাজ যেন বাড়ির সবাই করে দেয়। সেটা হল তার বোনের বিয়ে ধুমধাম করে করার ব্যবস্থা ।

সে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কথাগুলি বলার সময় তার গলা রীতিমতো ভারী হয়ে এসেছিল। কান্নামাখা গলায় জানায় নিজের জীবন সম্পর্কে একেবারে হতাশ হয়ে পড়েছে সে। তারপরই বাইক,মোবাইল রেখে ঝাঁপ দেয় নদীতে। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই চোখের জল সামলাতে পারেননি।

 

Most Popular