মহানগর ডেস্ক: তাঁর সাতাশতলা প্রাসাদ ব্রিটেনের বাকিংহাম প্যালেসের পরেই বিশ্বে তার জায়গা। সাতাশতলা প্রাসাদের মালিক হলেন ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি। নাম আন্টিলা, যা দুনিয়ার সবারই নজর কেড়ে নিয়েছে তার রাজকীয়তায়। এই সাতাশতলা বিশাল বাড়িতে সপরিবারে থাকেন মুকেশ আম্বানি। তবে এই আকাশ ছোঁয়া প্রাসাদে থাকলেও আম্বানি পরিবারের মন পড়ে আছে তাদের আদি বাসস্থান গুজরাতের চোরওয়াড জেলায়।
সেখানে তাদের একশো বছরের পূর্ব পুরুষদের ভিটে রয়েছে। সেটি এখন ধীরুভাই আম্বানি মেমোরিয়াল হাউস। সেখানেই তিনি জন্মেছিলেন। দোতলা ওই বাড়ির সঙ্গে আম্বানি পরিবারের এখনও আত্মিক যোগ রয়েছে। আর সেই যোগাযোগ দীর্ঘদিনের। ২০১১ সালে বাড়িটি ধীরুভাই আম্বানি মেমোরিয়াল হাউসে রূপান্তরিত হয়। ম্যানসনটিতে পূর্বপুরুষদের ঐতিহ্য পুরোপুরি অক্ষত রেখেছে আম্বানি পরিবার। সেখানে আম্বানি পরিবারের পুরনো বৈশিষ্ট একেবারে টানটান বজায় রাখা হয়েছে।